Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ

প্রথমবার মদীনায় হাজেরী

    প্রিয় ইসলামী ভাইয়েরা!, اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ শৈশব হতেই একই সাথে আশিকে মদীনা আশিকে রাসুল তিনি এক যুগ ধরে মদীনা মুনোওয়ারার বিরহ বেদনায় ছটপট করছিলেন কিন্তু মদীনায় হাজির হবার কোনো উপায় দেখা যাচ্ছিলো না, শেষে ১৪০০ হিজরি মোতাবেক ১৯৮০ সালে যখন তাঁর পবিত্র বয়স প্রায় ৩০ বছর হচ্ছিলো, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রথম বারের মতো মদীনায় হাজেরী দেবার অনুমতি পেলেন ...

    اَللهُ اَكْبَرُ এক মহান আশিকে মদীনা যিনি এক যুগ ধরে মদীনায় হাজেরী দেবার জন্য ব্যকুল হয়ে ছিলেন, তাঁর ডাক পড়লো মদীনায়, ব্যস, এখন এই অবস্থা দাঁড়ালো  যে আগে থেকেই  ধিকি ধিকি করে জ্বলত থাকা ইশকে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আগুন আরো বহু গুনে বেড়ে গেলো, মন প্রাণ অস্থির আর অশ্রুর ধারা যেনো আর থামার নাম নেয় না মদীনায় সফরের সময় আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বিরহ ভারাক্রান্ত হৃদয়ের অবস্থা কেমন ছিলো? তার কিছু নমুনা তাঁর কাব্যে এভাবে প্রকাশ করেছেন

মুঝ কো দর পেশ হে ফির মুবারক সফর  কাফিলা ফির মদীনে কা তয়য়ার হে

নেকীয়োঁ কা নেহীঁ কোয়ী তোশা ফাকত     মেরী ঝোলী মেঁ আশকোঁ কা ইক হার হে

কোয়ী সাজদোঁ কী সওগাত হে না কোয়ী    যুহুদ তাকওয়া মেরে পাস সরকা হে

চল পড়া হো মদীনে কি জানিব মগর           হায় সর পর গুনাহোঁ কা আম্বার হে