Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

    এসকল উন্নত গুণাবলীর মধ্য হতে আমীরে আহলে সুন্নাত
دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আরো একটি খুবই পবিত্র গুণ হলো ইশকে মদীনা বা মদীনার প্রতি ভালোবাসা

    হোক মদীনার স্মরণ কিংবা মদীনার চিন্তা, হোক মদীনার স্মৃতিচারণ কিংবা মদীনার আকুতি, হোক মদীনার আগ্রহ কিংবা মদীনার বিরহ এক কথায় মদীনার প্রতি ভালোবাসার যতোগুলো ধরণ আছে, এই সকল ধরণ দিক আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ পবিত্র সত্তার মাঝে পাওয়া যায়

আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ

যিকরে মদীনা (মদীনার স্মরণ)

    কেবল তাঁর মদীনার স্মরণের দিকে তাকান, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ অনন্যতা হলো তিনি কথায় কথায় মদীনার স্মরণ করেন * কোনো বয়ান করলে তাতে মদীনার স্মরণ থাকে * দরস দিলে তাতে মদীনার স্মরণ * মাদানী মুযাকারায় মদীনার স্মরণ * লিখনী রচনাবলীতে মদীনার স্মরণ মোটকথা আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ পবিত্র জীবনের এমন কোনো উপলক্ষ নেই যাতে কোনো না কোনো উপায়ে মদীনার স্মরণ দেখতে পাওয়া না যায়

    আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ অনন্য বৈশিষ্ট্য হলো তিনি মদীনার স্মরণ এমন অনন্য পদ্ধতিতে করেন যে আশিকদের অন্তর খুশি হয়ে যায়

মদীনার সাথে নিসবতের বাহার

    শায়খে  তরিকত আমীরে আহলে সুন্নাত একটি পুস্তিকার নাম পানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী এই পুস্তিকায় তিনি এক জায়গায় মুস্তামাল বা ব্যবহৃত (উদাহরপণস্বরূপ অযুর জন্য ব্যবহৃত পানি) পানির ৫টি অবস্থা লেখার কথা ছিলো, এই