Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

মদীনার অলি গলিতে ঝাড়ু দেওয়া

    কখনো কখনো এমনো হয়েছে যে শাইখে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মদীনা মনোওয়ারার অলি গলি দিয়ে যাওয়ার সময়, ওখানকার ঝাড়ুদার বা পরিচ্ছন্নতাকর্মীদের হাত থেকে ঝাড়ু নিয়ে মদীনার অলি গলিত ঝাড়ু দেওয়ার সৌভাগ্য হাসিল করেছেন

(তাআরুফে আমীরে আহলে সুন্নাত, পৃষ্ঠা ৩৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মদীনার বিড়ালের প্রতি আদব

    রুকনে শুরা পাঞ্জাব মুশাওয়ারাতের নিগরান হাজী মুহাম্মাদ আসলাম আত্তারী سَلَّمَهُ الْبَارِى বলেন একবার মদীনা শরীফে আমাদের আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ সাথে সাহরী করার সৌভাগ্য নসিব হলো এর মাঝে হঠাৎ একটি বিড়ালের বাচ্চা দস্তরখানে এসে গেলো, কোরবান হয়ে যান আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ইশকে রাসূলের উপর! তিনি তৎক্ষণাৎ মাহবুব করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র শহরের বিড়ালের বাচ্চাকে খুব আদরের সাথে তাঁর দুই হাতে তুলে নিলেন আর বড়ই স্নেহের নজরে তার দিকে তাকাতে লাগলেন, তারপর বললেন তার কদম জায়গা স্পর্শ করেছে যে জায়গায় আমার আক্বা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কদম শরীফ স্পর্শ করতো, একে তো কদমবুসি করা উচিৎ (আরাকীনে শুরা কী মাদানী বাহারেঁ, পৃষ্ঠা- ১৩৫)

আশিকে মদীনার ৫টি প্রিয় রীতি

    হে আশিকানে রাসূল, শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মদীনা মনোওয়ারার আদবের প্রতি খুব খেয়াল রাখেন
১। তাঁর পবিত্র অভ্যাস হলো যতটুকু সম্ভব হয়
, সবুজ গম্বুজ শরীফের দিকে পিঠ দেন না, ২। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মদীনা শরীফের প্রত্যেকটি জিনিসের আদব বজায় রাখেন,