Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

বয়ান শুনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মুবাল্লিগ কে দেখাও ইবাদত

    আমাদের আকা মাওলা, প্রিয় নবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ চাচাতো ভাই, মহান সাহাবীয়ে রাসূল, সুলতানুল মুফাসসিরীন, সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: اَلنَّظَرُ إِلَى الرَّجُلِ مِنْ أَهْلِ السُّنَّةِ الَّذِي يَدْعُو إِلَى السُّنَّةِ، وَيَنْهَى عَنِ الْبِدْعَةِ عِبَادَةٌ অর্থাৎ সহীহুল আক্বীদা সুন্নী যে সুন্নাতের তাবলীগ (প্রচার) করে এবং বিদআত হতে বাধা প্রদান করে, সুন্নাতের মুবাল্লিগকে দেখা ইবাদত (আল-ইবানাহ, /৩৪৩)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্তমান যুগ ফিতনায় পরিপূর্ণ যুগ, দিন যতোই যাচ্ছে নতুন নতুন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠছে কিন্তু আল্লাহ পাকের দয়ায় তিনি তাঁর প্রিয় মাহবূব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মতকে সহায় সম্বলহীন ছেড়ে দেননি, প্রতিটি যুগে ঊলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইযাম সুন্নাতের প্রচার ফিতনার শিকড় উপড়ে ফেলার কাজ করে আসছেন