Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মদীনা শরীফ হলো দারূল ঈমান (ঈমানের বাড়ি)

    হে আশিকানে রাসূল, মদীনা শরীফের প্রতি ভালোবাসা, ইশকে রাসূল পূর্ণাঙ্গ ঈমানের আলামত আল্লাহ পাক আমাদের সকলকে মদীনা মনোওয়ারার সীমাহীন ভালোবাসা দান করুক পবিত্র কুরআনে ইরশাদ করা হচ্ছে -

وَ الَّذِیۡنَ  تَبَوَّؤُ الدَّارَ  وَ الۡاِیۡمَانَ مِنۡ قَبۡلِہِمۡ

(পারা ২৮, সুরা হাশর ; )

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যারা প্রথম থেকে শহরকে ঈমানকে ঠিকানা বানিয়ে নিয়েছে

    এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা বায়যাভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন এই আয়াতে আল্লাহ পাক মদীনা শরীফকে ঈমান (দারূল ঈমান)হিসেবে উল্লেখ করেছেন, তার কারণ হল এই যে ঈমান মদীনা শরীফ থেকে ছড়িয়ে পড়েছে আর আর আবার তার দিকেই ফিরে যাবে (হাশিয়া শাইখযাদা তাফসীর বায়যাভী, পারা ২৮, সুরা হাশর, আয়াত - অধীন ব্যাখ্যা, পৃষ্ঠা ১৬৭) মুজামুল আওসাতের হাদীস শরীফে আছে আমাদের প্রিয় নবী আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন - اَلْمَدِیْنَۃُ دَارُ الْاِیْمَان মদীনা ঈমানের বাড়ি

(মুজামুল আওসাত, /১৭৪, হাদীস ৫৬১৮)

    মদীনা পাকের আরেকটি নাম হলো قَلْبُ الْاِیْمان ক্বালবুল ঈমান বা ঈমানের হৃদয় জানা গেলো, মদীনা মনোওয়ারা দারূল ঈমানও, সাথে সাথে মদীনা মনাওয়ারা ক্বালবুল ঈমানও, অতএব, বিষয়টি কীভাব সম্ভব যে বান্দার অন্তরে ঈমান বিদ্যমান থাকবে কিন্তু দারূল ঈমান ক্বালবুল ঈমানের প্রতি ভালোবাসা বিদ্যমান থাকবে না? সুতরাং, মদীনা মনোওয়ারাকে ভালোবাসা ঈমানের পরিপূর্ণতার আলামত