Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আমীরে আহলে সুন্নাত এবং মদীনার ধ্যান (তাসাউরে মদীনা)

    ইশকে মদীনা বা মদীনার প্রেম সম্পর্কিত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাসাউরে মদীনা বা মদীনার ধ্যান সেই সৌভাগ্যবান ইসলামী ভাইয়েরা যারা বাৎসরিক আন্তর্জাতিক সুন্নাতে ভরা ইজতিমায় অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, হয়তো তাদের মনে থাকবে যে লক্ষ লক্ষ আশিকানে রাসূল জমায়েত হতেন, আর আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মদীনার আশিকদের তাসাউরে মদীনা বা মদীনার ধ্যান করাতেন

তাসাউরে মদীনার পবিত্র রীতি

    আমীরে আহলে সুন্নাত নিজেও চোখ বন্ধ করে ফেলতেন
* আশিকানে রাসুলকেও চোখ বন্ধ করার জন্য বলে দেওয়া হতো
* এই পর্যায়ে ধ্যানে আর ধ্যানেই মদীনার পানে সফরে রওনা দেওয়া হয় * ধ্যানে আর ধ্যানেই মদীনা মুনাওয়ারার অলি গলিতে পৌঁছানো হয় * ধ্যানে আর ধ্যানেই মসজিদে নববী শরীফের হাজেরী দেওয়া হয় * ধ্যানে আর ধ্যানেই সবুজ গম্বুজের দীদার দর্শন হয় * মুওয়াজাহাহ শরীফেও হাজেরী দেওয়া হয় * এই তাসাউরে মদীনা চলাকালে আশিকানে মদীনার অন্তরে বিরহ কোমলতার অবস্থা সৃষ্টি হতো * শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ পবিত্র চোখ হতে অশ্রুর ধারা প্রবাহিত হতো * মদীনার আশিকদেরও চোখে অশ্রুর ধারা বইতো, এমনিভাবে পুরো ইজতিমায় আশ্চর্য এক বিরহপূর্ণ, ব্যথায় ভরা পরিবেশ সৃষ্টি হতো