Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

    এখন, একটু ভেবে দেখুন! সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ ইরশাদ করেন: যে সুন্নাতের দিকে আহবান করে এবং বিদআত হতে বাধা প্রদান করে, সুন্নী সহীহুল আকীদা ব্যক্তিকে দেখা ইবাদত এইদিকে বর্তমান যুগে আমরা যদি চোখ বুলাই তবে এই যুগে সুন্নাতের খিদমতকারীদের তালিকায় সবার আগে শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ পবিত্র সত্তা নজরে পড়ে আমরা জানতে পারলাম বর্তমান যুগে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এমন হাস্তী- হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ ফরমান অনুযায়ী যার পবিত্র মুখাবয়বের দীদার দর্শন করা ইবাদত

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আমীরে আহলে সুন্নাতের সংক্ষিপ্ত পরিচিতি

    * শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, হযরত আল্লামা মাওলানা, আবু বিলাল মুহাম্মাদ ইলইয়াস আত্তার কাদেরী, রযবী, যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ সৌভাগ্যময় জন্ম ২৬ই রমযানুল মুবারক ১৩৩৯ হিজরী মোতাবেক ১২ জুলাই ১৯৫০ ইংরেজি, রোজ বুধবার পাকিস্তানের বিখ্যাত শহর করাচিতে মাগরিবের ওয়াক্তের কিছুক্ষণ পূর্বে হয়

    * তাঁর কুনিয়্যাত বা উপনাম হলো আবু বিলাল এবং তাখাল্লুস বা ছদ্মনাম (অর্থাৎ কবিতায় আসল নামের বদলে ব্যবহৃত অন্য নাম) হলো আত্তার। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ শৈশব থেকেই সরল প্রকৃতির অধিকারী ছিলেন, মহল্লার লোকজন যারা তাঁকে শৈশব থেকে চিনতেন, তাদের কথা হলো ছোটোবেলায় যদি কেউ তাঁকে বকাঝকা করতো অথবা মারতো তো এর প্রতিউত্তরে তিনি প্রতিশোধমূলক পদক্ষেপ নিতেন না বরঞ্চ নীরবতা অবলম্বন করতেন এবং ধৈর্য ধারণ করতেন,