Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

মুস্তাফার পাঠক হয়ে গেলো * দুনিয়ার নষ্টামিতে ভরপুর প্রেমে মাতোয়ারা লোক প্রিয় মুস্তাফা, মক্কী মাদানী আক্বা, হুযুর
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাবরি চুলের দিওয়ানা হলো * ধন সম্পত্তির পেছনে দৌড়াতে থাকা ব্যক্তি, আল্লাহ রেযামন্দির আকাঙ্ক্ষী হয়ে গেলো,
* শরাবি এসে তাওবা করে পুত পবিত্র মানুষে পরিণত হলো * গাফিল এসে ইবাদতগুজার বান্দা হয়ে গেলো * পথহারারা সরল পথের দিশা পেলো * হাজারো কাফির ইসলামের নিয়ামত নসীব হলো- এইভাবে একজন দুজন করে আসতে থাকলো, নেকীর দাওয়ার এই সফরে তাঁর সাথে জুড়তে লাগলো, ধীরে ধীরে এই কাফেলা প্রস্তুত হলো আর اَلْحَمْدُ لِلّٰه নেকীর দাওয়াতের এই দ্বীনী পয়গাম বিশ্ব ব্যাপী পৌঁছে গেলো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আমীরে আহলে সুন্নাতের মদীনার প্রতি ভালোবাসা

    হে আশিকানে রাসুল! শাইখে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ অগণিত উন্নত গুণাবলী পূর্ণতার অধিকারী * তিনি মুত্তাক্বীও * পরহেজগারও * ধৈর্যশীলও * তাঁর মাঝে আল্লাহ ভীতিও আছে * তাঁর তাওয়াক্কুলও অতুলনীয় * ইখলাস সচ্চরিত্রের ক্ষেত্রেও তার তুলনা তিনিই * একইভাবে সুন্নাতের প্রতি ভালোবাসা * আখিরাতের চিন্তা * দুনিয়াবর্জন অল্প তুষ্টি * যিকরুল্লাহ অভ্যাস ইত্যাদি অসংখ্য যাহিরী (প্রকাশ্য) বাতিনী (অপ্রকাশ্যগুণাবলীতে তাঁর পবিত্র জীবনী লোকোজ্জ্বল হয়ে আছে