Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

মদীনার বিরহ ও মদীনার দরদ কীভাবে অর্জিত হবে?

    মদীনার বিরহ, মদীনার ভালোবাসা কীভাবে অর্জিত হবে? এর উপায় বয়ান করতে গিয়ে শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ইরশাদ করেন মদীনার বিরহ পাওয়ার জন্য মদীনার তাজেদার, প্রিয় মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর সাথে সম্পর্কিত প্রতিটি বিষয়ের প্রতি সাচ্চা পাক্কা ভালোবাসা রাখতে হবে, * তাঁর মুবারক সুন্নাতের উপর আমল করতে হবে * বুযুর্গদের (আল্লাহ পাকের নেককার বান্দাদের) হারামাইন শরীফের প্রতি আদব ও সম্মান, ভক্তি ও শ্রদ্ধার ঘটনাগুলো পড়তে হবে। * এই জন্য মাকতাবাতুল মদীনার কিতাব আশিকানে রাসূলের ১৩০ ঘটনা পড়া উপকারদায়ক। আল্লাহ পাক যদি নসিব করেন এই কিতব পড়ার মাধ্যমে মক্কা শরীফ, মদীনা শরীফ এবং হজ্জ ইত্যাদির ভালোবাসা অন্তরে সৃষ্টি হতে পারে * একইভাবে আলা হযরত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِর নাতের কাব্য সংকলন হাদায়িকে বখশীশ” পড়তে হবে,উর্দু ভাষায় পারদর্শী ব্যক্তি যদি হাদায়িকে বখশীশ বুঝে শুনে বারবার পড়তে থাকলে সে অনেক বড়  আশিকে রাসূলে পরিণত হবে। * আসল কথা হলো, ইশকে রাসূল অর্জন করার জন্য পরিবেশ ও সংস্পর্শ অধিকতর কার্যকরী। সংস্পর্শের মাধ্যমে অনুপ্রেরণা বৃদ্ধি পায়। এখন যেমন কেউ হজ্জ অথবা মদীনায় হাজেরীর জন্য গেলো আর ঐ সফরে কোনো আশিকে মদীনার সংস্পর্শ যদি সে না পায়, তখন তার পরিপূর্ণ আকর্ষণ অর্জিত হবে না। সুতরাং, হারামাইন শরীফের সফর পরিপূর্ণ আকর্ষণ-সম্পন্ন ব্যক্তি এবং ইলমওয়ালা ব্যক্তির (আশিকে রাসূল মুফতী সাহিব) সাথে করা উচিৎ * নিজের দেশেও আশিকানে রাসূলের সংস্পর্শে বেশি বেশি সময় কাটানো উচিৎ * اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী’র সুন্নাতে ভরা ইজতিমা ও