Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

লো সালাম আখিরী আব হামারা,         আল ওয়াদা তাজেদারে মদীনা!

কুছ না হুসনে আমল কর সাকা হূঁ,           নযর চান্দ আশক মেঁ কর রহা হূঁ

বস, ইয়েহী হে মেরা কুল আসাসা,       আল ওয়াদা তাজেদারে মদীনা!

আঁখ সে আব হুওয়া খূন জারী,               রূহ পর ভী হুওয়া রঞ্জ তারী

জলদ আত্তার কো ফির বুলানা,          আল ওয়াদা তাজেদারে মদীনা!

বিদায়ী কালাম মকবুল হলো

    হায়দারাবাদ (সিন্ধ) এক ইসলামী ভাইয়ের একবার স্বপ্নে সারওয়ারে আলম, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিয়ারত নসীব হলো, রাসূলে রহমত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন ইলইয়াস কাদিরীকে আমার সালাম পৌঁছে দিয়ো আর বলো তুমি যে আল ওয়াদা তাজেদারে মদীনা কালাম লিখেছো, তা আমার অনেক পছন্দ হয়েছে, এই বার যখন মদীনায় আসবে, তবে নতুন কোনো আল ওয়াদা লিখো

(তাআরুফে আমীরে আহলে সুন্নাত, পৃষ্ঠা ৩৬-৩৭)  

মদীনা শরীফে ঝাড়ু দেওয়ার সৌভাগ্য

    ১৪০৬ হিজরি মোতাবেক ১৯৮৬ সালে আমীরে আহলে সুন্নাত মদীনা মনোওয়ারায় উপস্থিত ছিলেন সময় তাঁর মন এই আশায় ব্যাকুল ছিলো যে, মসজিদে নববী শরীফে ঝাড়ু দেওয়ার সৌভাগ্য অর্জন করা সুতরাং তিনি হারাম শরীফের খাদিমদের কাছে তাঁর ইচ্ছা ব্যক্ত করলেন, এই ভাবে তিনি কিছু সময়ের জন্য মসজিদে নববী শরীফে ঝাড়ু দেওয়ার সৌভাগ্য অর্জন করলেন