Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

    আমাদের উচিৎ যে অন্তরে মদীনা তৈয়বার ভালোবাসা বৃদ্ধি করা, মদীনার বিরহের নিয়ামত দ্বারা ধন্য হওয়া, মদীনার বেদনায় অশ্রু বহানোর সৌভাগ্য হাসিল করা তা কীভাবে সম্ভব হবে? আসুন, এই ধারাবাহিকতায় আশিকে মদীনা, শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বর্ণনাকৃত কিছু মাদানী ফুল শ্রবণ করি:

গমে মদীনা বা মদীনার বিরহ কী?

    শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কাছে  প্রশ্ন করা হলো মদীনার বিরহ কী? তিনি উত্তর দিলেন গম বা বিরহের অর্থ দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ইত্যাদি কিন্তু এখানে গমে মদীনা বা মদীনার বিরহ দ্বারা উদ্দেশ্য হলো ইশকে মদীনা এবং মদীনার ভালোবাসা যখন কারো প্রতি প্রেম ভালোবাসা অনেক বেড়ে যায় তখন মানুষ তার থেকে দূরে থাকলে অস্থির থাকে, এমন কী তার প্রেম ভালোবাসা বিরহে পরিণত হয়

যে মদীনার বিরহ পেয়েছে, সে সব কিছু পেয়েছে

    আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আরো বলেন মনে রাখবেন! যদি সত্যিকার অর্থে কেউ যদি মদীনার বিরহ অর্থাৎ মদীনা শরীফের খাঁটি ভালোবাসা পেয়ে যায়, সে প্রকৃত আশিকে রাসূল হয়ে যায় আর আশিকে রাসূল সেই হয় যে আশিকে ইলাহীও বটে যখন কেউ ইশকে ইলাহী মুস্তাফার গৌরব অর্জন করে, তখন সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে এবং যার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয়ে যায় তার ঈমানের সাথে মৃত্যু হবে এবং সুনিশ্চিতভাবে সে জান্নাতে প্রবেশ করবে গমে মদীনা বা মদীনার বিরহ অর্জিত হয়ে গেলে খোদার কসম আর কোনো চাওয়া পাওয়ার দরকার নেই, কারণ মদীনার বিরহের মাধ্যমে اِنْ شَآءَ الله সব কিছু হাসিল হয়ে যাবে