Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

    মোটকথা আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ লেখনীতে এই বিষয়ের খুব আধিক্য দেখা যায় যে তিনি মদীনা শরীফের স্মরণ বেশি করে করেন এবং মদীনার সাথে নিসবতের ফয়েয বরকত হাত ভরে নেন

আমীরে আহলে সুন্নাতের কবিতা ও মদীনার স্মরণ

    اَلْحَمْدُ لِلّٰه শাইখে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ উচ্চ পর্যায়ের নাতে মুস্তাফার কবি, তাঁর নাত-কবিতার সংকলন ওয়াসায়িলে বখশীশ এবং ওয়াসায়িলে ফিরদাউস মাকতাবাতুল মদীনা হতে প্রকাশিত হয়েছে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কবিতার রূপে বেশি বেশি করে মদীনার স্মরণ করেন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ লেখা কালাম পড়ে দেখুন, আপনি কবিতার ছত্রে ছত্রে মদীনার স্মরণ আলোচনা দেখতে পাবেন তাঁর এক কালামে মদীনার স্মরণ করতে গিয়ে লেখেন

 

মদীনা, মদীনা, হামারা মদীনা          হামেঁ জান দিল সে পিয়ারা মদীনা

সুহানা, সুহানা দিল আরা মদীনা            দীওয়ানঁ কী আঁখোঁ কা তারা মদীনা  

হার আশিকে মুস্তাফা কেহ রাহা হে   হামেঁ তো হে জান্নাত সে পিয়ারা মদীনা

ইয়ে রঙ্গীঁ ফাযায়েঁ, ইয়ে মহকীঁ হাওয়ায়েঁ   মুআত্তার মুআম্বার হে সারা মদীনা

মদীনে কে জলওয়োঁ কে কুরবান জাউঁ     খুদা নে হে কেয়সা সাঁওয়ারা মদীনা

খুদা গর কিয়ামত মেঁ ফরমায়ে মাঁগোঁ       পুকারেঁঙ্গে দীওয়ানে পিয়ারা মদীনা

 

    আল্লাহ পাক আমাদেরও বেশি থেকে বেশি মদীনার যিকির তথা মদীনার স্মরণ করার ঔফিক নসীক করুক

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم