Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

সীমাহীন স্নেহের সাথে মাথায় দয়া ভরা হাত বুলিয়ে তুলে বসালেন আর ইরশাদ করলেন বাবা, তুমি মদীনা মুনোওয়ারা থেকে যাচ্ছো না, (বরং) আসছো

    আমীরে আহলে সুন্নাত বলেন সময় আমার ওয়ালীয়ে কামিল, পীর মুরশীদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই কথার অর্থ আমি বুঝতে পারিনি, কারণ দৃশত আমি যাচ্ছিলাম আর মুশীদ বলছিলেন তুমি যাচ্ছো না, আসছো কিন্তু এখন খুব ভালো করে এই কথার রহস্য আমি উপলব্ধি করেছি কারণ, ছিলো মুরশীদের কারামত আর আমার সুধারণা হলো যে মুরশীদ আমার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন اَلْحَمْدُ لِلّٰه সরকারে মদীনা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনুগ্রহে, মুরশীদের সদকায়, পবিত্র মদীনায় এতো বার হাজেরী নসীব হয়েছে যে আমার স্মরণে নেই যে আমি কতো বার মদীনায় সফর করেছি এইগুলো সব অনুগ্রহের ব্যাপার

রহে হার সাল মেরা আনা জানা

বাকীয়ে পাক হো আখির ঠিকানা, ইয়া রাসূলাল্লাহ

আল ওয়াদা’ তাজেদারে মদীনা: বিদায়, হে মদীনার তাজেদার

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ১৪০০ হিজরিতে যখন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রথম বার মদীনা মনোওয়ারায় হাজির হলেন, সময়ে মদীনা মনোওয়ারা থেকে ফিরে আসার সময় তাঁর মনের অবস্থা কেমন ছিলো, তার কিছু ছবি আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তার কাব্যে এভাবে ফুটিয়ে তুলেছেন

আহ! আব ওয়াকতে রুখসত হে আয়া,        আল ওয়াদা তাজেদারে মদীনা!

সদমায়ে হিরর ক্যায়সে সহূঙ্গা,           আল ওয়াদা তাজেদারে মদীনা!

কূয়ে জানাঁ কী রঙ্গীঁ ফাযাও,            এয় মুআত্তার মুআম্বার হাওয়াও,