Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

তুমি যাচ্ছো না, আসছো

    শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ পীর মুরশীদ সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পবিত্র মদীনা মনোওয়ারায় ছিলেন, তিনি সেখানেই বসবাস করে আসছিলেন আর এখনো জান্নাতুল বাক্বী শরীফে  আরাম করছেন

    শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন, ১৪০০ হিজরী মোতাবেক ১৯৮০ সালে ভাগ্য আমার সহায় হলো, সরকারে মদীনা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার উপর অনুগ্রহ করলেন اَلْحَمْدُ لِلّٰه কম বেশি মাস মদীনা মুনোওয়ারাতে হাজেরী দেওয়ার সৌভাগ্য নসীব হলো, তারই মাঝে প্রতিদিন প্রায় (পীর মুরশীদের) আস্তানায়ে আলীয়ায় অনুষ্ঠিত নাত মাহফিলে হাজির হতে রইলাম বহুবার সন্ধ্যায়ও মুরশীদের আস্তানায় হাজেরীর সৌভাগ্য নসীব হতে থাকলো

    যখন মদীনা তৈয়বাহ থকে বিদায়ের হৃদয় ভাঙাক্ষণ ঘনিয়ে এলো, তখন মাথার উপর দুঃখের এক বিশাল পাহাড় যেনো ভেঙে পড়লো, বারগাহে রিসালাতে বিদায়ী সালাম পেশ করার জন্য যখন গেলাম, তখন আশ্চর্য এক পরিস্থিতির সৃষ্টি হলো, তখন প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم গলির দরজা - জানালা, দেওয়াল, ধুলো বালিতে চুমু খেয়ে খেয়ে পথ অগ্রসর হচ্ছিলাম, এমন সময় প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم গলির একটি কাঁটা চোখের পাতায় গিয়ে খুব সুন্দর করে আটকে পড়লো, তাতে হালকা করে রক্তের বিন্দু দেখা দিলো

    তারপর, মুওয়াজাহাহ শরীফে হাজির হয়ে সালাম পেশ করে কেঁদে কেঁদে মসজিদে নববী শরীফ হতে বাইরে গেলাম আর খুব বিধ্বস্ত অবস্থায়, ভগ্ন হৃদয়ে মুরশীদের মহান আস্তানায় হাজির হলাম, মাথা মুরশীদের জানুর উপর রাখলাম, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেলো, মুরশীদ (সায়্যিদী কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ