Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ একটি খুবই সুন্দর রীতি হলো তিনি মদীনা শরীফের মুবারক মাটিকে যথারীতি শলাকার মাধ্যমে সুরমা হিসেবে চোখে লাগান একবার এমন হলো যে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মদীনা শরীফের কবুতরের পায়ের মাটিকে নিজের চোখে লাগিয়েছেন, শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মদীনার আশিকদের ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে বলেন

খাকে দর কা লাগা কে সুরমা তুম

রাহাতেঁ লূটনা মদীনে কী

 

    আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ইশকে মদীনার মাঝে এই বিষয়টিও রয়েছে যে মদীনা শরীফের কোনো কিছুর যদি আলোচনা হয়, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তার জন্য শব্দ নির্বাচন খুব সতর্কতার সাথে, আদবের সাথে করেন উদাহরণ স্বরূপ মদীনা শরীফের দিকের আলোচনা হলে সোজা (ডান) দিকে, উল্টো (বাম) দিকে এভাবে বলেন না, কারণ মদীনার শরীফের সব কিছুই সোজা (অর্থাৎ সঠিক), ঐখানকার কোনো কিছুই উল্টো নয়, এই জন্য আমীরে আহলে সুন্নাত
دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ উল্টো বা বাঁ দিকের স্থলে হৃদপিণ্ডের দিকে বলেন (* উর্দু ভাষায় ডান দিককে সোজা দিক, বাঁ দিককে উল্টো দিক বলা হয়), আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ একটি খুব ঈমান উদ্দীপক রীতি হলো এই যে তিনি মদীনা শরীফের কঙ্কর, পাথর, গাছকে নিজের ঈমানের সাক্ষী করেন  আল্লাহ পাক আমাদেরও মদীনা শরীফ বরং প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাথে সম্পর্কিত সকল বিষয়কে বেশি বেশি আদব করার তৌফিক দান করুক

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم