Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

Book Name:Ameer e Ahl e Sunnat Ka Ishq e Madina

জায়গায় আমীর আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ শিরোনাম দিলেন এইভাবে মদীনার مَدِیْنَہ পাঁচটি হরফের নিসবতে (সম্পর্ক রেখে) পানি মুস্তামাল (ব্যবহৃত) হওয়ার পাঁচটি অবস্থা

    سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরে! দেখুন কতইনা সুন্দর উপায় ! আলোচনা হচ্ছে মুস্তামাল (ব্যবহৃত) পানি নিয়ে, এর সাথে মদীনা মুনোওয়ারার দূরতম সম্পর্কও নেই, কিন্তু একজন আশিকে মদীনা তো এমন আশিকে মদীনা, কলম চলুক কিংবা কোনো লেখালেখির কাজ চলুক কিন্তু এতে মদীনার স্মরণ আসবে না আশিকে মদীনা কীভাবে মেনে নেবেন? তাই জন্য তিনি লিখলেন মদীনার مَدِیْنَہ পাঁচটি হরফের নিসবতে (সম্পর্ক রেখে) পানি মুস্তামাল (ব্যবহৃত) হওয়ার পাঁচটি অবস্থা মূল লক্ষ্যও পূরণ হলো, মদীনার স্মরণও হলো, আর মদীনার সাথে নিসবতের বরকতও হাসিল হলো

    কেবল একটি উপলক্ষ নয়, আমীরে আহলে সুন্নাত
دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কিতাব পুস্তিকায় এই বিষয়টা আপনারা অনেক বেশি দেখতে পাবেন যে তাঁর লেখায় নিসবতের রূহানী ফয়েয অবশ্যই শামিল করেন, কোথাও গাউসে পাক খাজা বাবার নিসবত, কোথাও ইমাম আহমদ রযার নিসবত, কোথাওবা সাহাবা আহলে বায়তের নিসবত, আমীরে আহলে সুন্নাতের রচনাবলীতে অনেক জায়গা এমন আছে যেখানে তিনি মদীনা শরীফ, জান্নাতুল বাক্বী, মুওয়াজাহাহ শরীফের নিসবতকে অন্তর্ভূক্ত করেছেন যেমন ঘরে আসা যাওয়ার সুন্নাত আদব নিয়ে লেখার শিরোনাম এইভাবে রাখলেন মদীনার হাজেরী مدینے کی حاضری ১২ হরফের নিসবতে (সাথে সম্পর্ক রেখে) ঘরে আসা যাওয়ার ১২টি মাদানী ফুল এক জায়গায় লিখেছেন মদীনা مَدِیْنَہ পাঁচটি হরফের নিসবতে ঈসালে সাওয়াবের ৫টি মাদানী ফুল