Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

সম্পদ) নিয়ে ফিরে আসছিলেন, পথিমধ্যে একটি পাহাড়ের পাশে সন্ধা নেমে আসলো, হযরত নাদ্বলা বিন মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ আযান দিলেন, যখন তিনি
اَللهُ اَکْبَر اَللهُ اَکْبَر বললেন তখন একটি আওয়াজ আসলো, কেউ বলছিলো: হে নাদ্বলা! তুমি অনেক বড় মহিমান্বিত সত্তার মহত্ব বর্ণনা করেছো! যখন তিনি اَشْہَدُ اَنْ لَّا اِلٰہَ اِلَّا الله বললেন তখন উত্তর আসলো: হে নাদ্বলা! তুমি নিখুঁত তাওহীদ বর্ণনা করেছো, যখন তিনি اَشْہَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ الله বললেন তো আওয়াজ আসলো: ইনাকে এমন নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে যাঁর পরে আর কোন নবী নেই, ইনি ভীতি প্রদর্শনকারী, ইনিই তিনি যাঁর সুসংবাদ আমাদেরকে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام দিয়েছিলেন, তাঁরই উম্মতের সমাপ্তিতে কিয়ামত সংগঠিত হবে (অর্থাৎ তাঁর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না), সাহাবীয়ে রাসূল হযরত নাদ্বরা رَضِیَ اللهُ عَنْہُ যখন حَیَّ عَلَی الصَّلٰوۃِ  বললেন তখন উত্তর আসলো: নামায একটি ফরয, সুসংবাদ হলো তার জন্য যে সেটার দিকে যায় আর সেটার প্রতি যত্নশীল থাকে। যখন حَیَّ عَلَی الْفَلَاح বললেন তখন আওয়াজ আসলো: লক্ষ্যস্থলে পৌঁছেছে যে নামাযের জন্য এসেছে এবং সেটার উপর অটল থেকেছে, লক্ষ্যস্থলে পৌঁছেছে যে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্য করেছেযখন তিনি اَللهُ اَکْبَر اَللهُ اَکْبَر ، لَا اِلٰہَ اِلَّا الله বললেন তো আওয়াজ আসলো : হে নাদ্বলা! তুমি পরিপূর্ণ নিষ্ঠা অর্জন করে নিয়েছো সুতরাং আল্লাহ পাক এর কারণে তোমার দেহকে দোযখের উপর হারাম করে দিয়েছেনআযানের পর হযরত নাদ্বলা رَضِیَ اللهُ عَنْہُ নামায আদায় করলেন, তারপর দাঁড়ালেন আর বললেন: হে খুব সুন্দরভাবে কথপোকথনকারী! আমরা তোমার কথা শুনেছি, তুমি ফেরেশতা হও বা জ্বিন বা رِجَالُ الْغَیْب (অর্থাৎ দৃষ্টি থেকে গোপন ব্যক্তি)? আমাদের সামনে প্রকাশ হয়ে আমাদের সাথে কথা বলো যে, আমরা আল্লাহ পাক ও তাঁর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ এর দূতএটার বলার সাথে সাথে পাহাড় থেকে নুরানী চেহারা বিশিষ্ট সাদা দাড়ি ওয়ালা এক বৃদ্ধ বুযুর্গ প্রকাশ  পেলো, যিনি সাদা পশমের চাদর পরিহিত ছিলো, আসার সাথে সাথেই তিনি সালাম দিলেন: اَلسَّلَامُ عَلَيْكُمْ  وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ, ওখানে উপস্থিত লোকেরা সালামের উত্তর প্রদান করলোহযরত নাদ্বরা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাক আপনার উপর দয়া করুক, আপনি কে? তিনি উত্তর দিলেন: আমি যুরাইব বিন ছারমালাআল্লাহ পাকের নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام আমাকে এই পাহাড়ে রেখেছিলেন এবং আসমান থেকে দ্বিতীয়বার তাশরিফ আনা পর্যন্ত আমাকে জীবিত থাকার দোয়া করেছিলেন।

(দালায়িলুন নবুয়ত লি আবি নুয়াঈম, খণ্ড: , পৃষ্ঠা: ৫৬, হাদীস: ৫৪)