Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat
আউলাদদের মধ্যে অনেক গোত্র হবে, এমনকি নবী উম্মী তাশরিফ আনবেন (সেই উম্মী নবী কে? বললেন:) اَلَّذِیْ یَکُوْنُ خَاتَمُ الْاَنْبِیَاءِ যিনি সর্বশেষ নবী হবে।
(আত তাবাকাতুল কুবরা লি ইবনে সা’দ, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৩০)
হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام ও আকিদায়ে খতমে নবুয়ত
মুহাম্মদ বিন কা’ব কুরাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হতে বর্ণিত: আল্লাহ পাক তাঁর নবী হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام এর নিকট ওহী প্রেরণ করলেন: (হে ইয়াকুব!) আমি আপনার আউলাদের মধ্যে অসংখ্য বাদশাহ ও নবী সৃষ্টি করবো, এমনকি হেরেমে মুহতারাম ওয়ালা নবী তাশরিফ আনবেন, وَهُوَ خَاتَمُ الْاَنْبِیَاءِ وَ اِسْمُہٗ اَحْمَد অর্থাৎ তিনি সর্বশেষ নবী হবেন আর তাঁর নাম মুবারক আহমদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)। (আত তাবাকাতুল কুবরা লি ইবনে সা’দ, খণ্ড: ১, পৃষ্ঠা: ১২৯)
হযরত মূসা عَلَیْہِ السَّلَام ও আকিদায়ে খতমে নবুয়ত
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, প্রিয় নবী, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: নিশ্চয় যখন মূসা عَلَیْہِ السَّلَام এর উপর তাওরাত শরীফ অবতীর্ণ হলো তখন তিনি সেটা তিলাওয়াত করলেন, তাতে এই (আখির) উম্মতের আলোচনা হলো তো আরয করলেন: হে আল্লাহ পাক! আমি তাওরাতের মধ্যে এমন উম্মতের বর্ণনা দেখছি যারা (যুগের তুলনায়) সবচেয়ে আখির ও (মর্যাদার ক্ষেত্রে) সর্বপ্রথম হবে, হে দয়ালু মাওলা! তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও! আল্লাহ পাক বললেন: تِلْکَ اُمَّۃُ اَحْمَد অর্থাৎ হে মূসা! এরা সকলে আখেরী নবী আহমদে মুজতবা (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর উম্মত। (দালায়িলুন নবুয়ত, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৩, ৩৪, হাদীস: ৩১)
এক গাইবী বুযুর্গের বিস্ময়কর ঘটনা
হে আশিকানে আখেরী নবী! দেখুন! আগেকার
আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام কে ওহীর মাধ্যমে
জানানো হয়েছে যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী হবেন, অতঃপর
আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তাঁদের উম্মতদেরকেও
এই আকিদা শিক্ষা দিতেন। এমনকি হযরত ঈসা عَلَیْہِ
السَّلَام তাশরিফ আনেন, তিনিও নবীয়ে আকরাম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নবুয়ত ও
রিসালাতের সুসংবাদ শুনান এবং নিজের উম্মতদেরকেও এই আকিদা শিক্ষা দেন যে, মুহাম্মাদ মুস্তফা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী হবেন। আসুন! হযরত ঈসা عَلَیْہِ
السَّلَام এর এক উম্মতের অদ্ভুত ঘটনা শ্রবণ করি:
মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারূকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর যুগের ঘটনা, হযরত নাদ্বলা বিন মুয়াবিয়া আনসারী رَضِیَ اللهُ عَنْہُ ৩০০ জন মুহাজির ও আনসারকে সাথে নিয়ে হুলওয়ানে ইরাক থেকে গণিমতের মাল (অর্থাৎ অমুসলিমদের সাথে যুদ্ধ করে অর্জিত হওয়া