Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ২২ আগষ্ট ২০২৪ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
সৎ সংস্পর্শের অবশিষ্ট মাদানী ফুল
* ভালো বন্ধুর সাহচর্য না শুধুমাত্র দুনিয়াতে উপকৃত করে বরং কবরেও নেককারদের সংস্পর্শ উপকার দেয়। (আচ্চে মাহোল কি বরকতেঁ, ৩৩ পৃষ্ঠা) * আমল করার উত্তম স্পৃহা যেটা পবিত্র পরিবেশের সংস্পর্শ থেকে পাওয়া যায় সেটা অন্যভাবে অসম্ভব নয় তবে অবশ্য কঠিন। (প্রাগুক্ত ২১ পৃষ্ঠা) * এমন পরিবেশ বানানো উচিত যেটাতে সমস্ত লোকের উঠা বসা পরস্পরের মধ্যে সাক্ষাত করা এবং একে অপরের সাথে ভালোবাসা পোষণ করা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি ও নৈকট্যতার জন্য হয়। (প্রাগুক্ত ২৫ পৃষ্ঠা) * ভালো পরিবেশ থেকে ভালো সংস্পর্শ পাওয়া যায়। (প্রাগুক্ত ১৬ পৃষ্ঠা) * ভালো মহলের সাথে সম্পৃক্ত হওয়ার দ্বারা জাহির ও বাতিন সংশোধন হয়ে থাকে। (প্রাগুক্ত ১৬ পৃষ্ঠা) * মন্দ পরিবেশের সাথে সম্পৃক্ত ব্যক্তি নিজের মান সম্মান ও স্বভাব বিনষ্ট করে। (প্রাগুক্ত ২৬ পৃষ্ঠা) * হযরত মালেক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেই ভাই বা বন্ধুর সংস্পর্শ তোমাকে দ্বীনি উপকার দেয় না তুমি তার সংস্পর্শ থেকে দূরে থাকো যাতে তুমি হেফাযত ও নিরাপদ থাকো। (কাশফুল মাহজুব, ৩৭৪ পৃষ্ঠা) * দাওয়াতে ইসলামীর মনোরম হৃদয়গ্রাহী পরিবেশ ইবাদত ও বন্দেগির এবং সুন্নাতের হেফাযতের চেতনা নিয়ে মদীনার দিকে যাত্রা করছে সুতরাং দাওয়াতে ইসলামীর পবিত্র ও সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া সৌভাগ্যের ব্যাপার। (আচ্ছে মাহোল কি বরকতেঁ, ২২ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
যানবাহনের উপর প্রশান্তির সাথে বসে যাওয়ার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সিডিউল অনুযায়ী “যানবাহনের উপর প্রশান্তির সাথে বসে যাওয়ার দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
اَلْحَمْدُ لِلّٰہِ سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا ھٰذَا وَمَاکُنَّالَہٗ مُقْرِنِیْنَ وَاِنَّآ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ
(সুনানে আবু দাউদ, ৩/৪৯ পৃষ্ঠা, হাদিস: ২৬০৬)
অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, পবিত্রতা তাঁরই যিনি এই বাহনের উপর আমাদেরকে আরোহন করিয়েছেন আর এটা আমাদের সামর্থে ছিলো না এবং নিশ্চয় আমাদের আপন প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করতে হবে। (মাদানী পাঞ্জেসূরা, ২১৭ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد