Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat
আপনার উপর দরুদ প্রেরণ করার নির্দেশ দিয়েছেন তো আমি আপনার উপর হাজার বছর দরুদ ও হাজার বছর সালাম প্রেরণ করেছি এমনকি আল্লাহ পাক আপনাকে সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী, আল্লাহ পাকের নির্দেশের দিকে আহ্বানকারী এবং কিরণদানকারী সূর্য বানিয়ে পাঠিয়েছেন, * এইভাবে আল্লাহ পাক আপনার নাম মুবারক জাহিরও রেখেছেন কেননা তিনি আপনাকে সমস্ত দ্বীনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, আপনার শরীয়ত ও ফযিলত সমস্ত যমিন ও আসমানবাসীদের মধ্যে প্রকাশ করেছেন তো এমন কিছু নেই যে আপনার উপর দরুদ প্রেরণ করেনি, আল্লাহ পাক আপনার উপর দরুদ (অর্থাৎ রহমত) প্রেরণ করেছেন * ব্যস আপনার প্রতিপালক মাহমুদ (অর্থাৎ প্রশংসিত) আর আপনি হলেন মুহাম্মাদ (অর্থাৎ যার প্রশংসিত করা হয়েছে)। আপনার প্রতিপালক হলেন আউয়াল ও আখের, জাহির ও বাতিন আর আপনিও (আপনার প্রতিপালকের দানক্রমে) আউয়াল ও আখের, জাহির ও বাতিন।
(ফাতাওয়ায়ে রযবীয়্যা, খণ্ড: ১৫, পৃষ্ঠা: ৬৬৩)
হে আশিকানে আখেরী নবী! আল্লাহ পাক আমরা গুনাহগারদের উপর বড় দয়া ও অনুগ্রহ করেছেন যে, তিনি আমাদেরকে তাঁর প্রিয় শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত বানিয়েছেন, ! اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত রাসূল ও নবীদের চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ পাকের রহমতে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকায় তাঁর উম্মত পূর্বের সমস্ত উম্মতের চেয়ে উত্তম।
খতমে নবুয়ত দিবস ও আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর গবেষণা
হে আশিকানে আখেরী নবী! কিছুদিন পূর্বেই সফরুল মুযাফফরের ২৫তম অর্থাৎ আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওরস শরীফ পালিত হয়েছে। اَلْحَمْدُ لِلّٰه আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আশিকে আখেরী নবী, আকিদায়ে খতমে নবুয়তের অতন্দ্র প্রহরী, সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেমনিভাবে অন্যান্য আকায়িদ ও আমল, তাফসীর ও হাদীস, ফিকাহ ও তাসাউফ ইত্যাদি ১০০টির চেয়েও বেশি ইলম নিয়ে চমৎকার গবেষণা করেছেন, আকিদায়ে খতমে নবুয়তকে তিনি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, আসুন! আকিদায়ে খতমে নবুয়ত সম্পর্কিত সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর গবেষণামূলক আলোচনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি।
আল্লাহ পাকের শপথ তোমার উপমা নেই
একবার আশিকি আখেরী নবী, সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে প্রশ্ন করা হলো: দুনিয়াতে কি কোন দ্বিতীয় মুহাম্মাদ সৃজন হওয়া সম্ভব?
কেমন অদ্ভুত প্রশ্ন....!! একটা তো এই প্রশ্ন যে, নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পর অন্য কোন নবী কি আসা সম্ভব কি না? কিন্তু প্রশ্নকারী এটা জিজ্ঞেস করলো না যে, অন্য কোন নবী কি আসা সম্ভব কি না ? সে জিজ্ঞেস করলো দ্বিতীয় কোন মুহাম্মাদ কি সৃষ্টি হতে পারে