Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat
(আরম্ভকারী) ও خاتَم (সর্বশেষ
নবী)
বানিয়ে প্রেরণ করেছেন। তখন হযরত ইব্রাহীম عَلَیْہِ
السَّلَام আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام
বললেন: بِہٰذَا فَضَّلَکُمْ مُحَمَّد صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অর্থাৎ এই গুণাবলী ও পরিপূর্ণতার
কারণে মুহাম্মাদ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তোমরা সকলের চেয়ে
উত্তম।
(মুসনদে বাযযার, খণ্ড: ১৭, পৃষ্ঠা: ৫–৮, হাদীস: ৯৫১৮)
হাদীসে পাকের প্রসিদ্ধ কিতাব: বুখারী, মুসলিম, তিরমিযী ও মুসনদে আহমদে রয়েছে: আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: আমার ও আমার পূর্বের আম্বিয়াদের উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যে খুবই সুন্দর ও চমৎকার ঘর বানালো কিন্তু সেটার এক কোণায় একটি ইট (Brick) এর জায়গা বাদ দিয়ে দিলো, লোকেরা সেটার আশেপাশে ঘুরতে লাগলো আর অবাক হয়ে বলতে লাগলো সে এই ইটটি কেনো লাগায়নি, অতঃপর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: আমি সেই (শেষ) ইট আর নবীদের মধ্যে আখেরী নবী।
(বুখারী, কিতাবুল মানাকিব, বাবু খাতামিন নাবীয়্যিন, পৃষ্ঠা ৯০৩, হাদীস: ৩৫৩৫)
অপর এক বর্ণনায় রয়েছে: সেই ইটের স্থানটি (পূরণকারী হলাম) আমি, আমি এসে নবীদের (ধারাবাহিকতা) শেষ (অর্থাৎ পরিপূর্ণ) করে দিলাম। (মুসলিম, কিতাবুল ফাযায়িল, ৯০১ পৃষ্ঠা, হাদীস: ২২৮৭)
মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় লিখেন: ! سُبْحَانَ الله কেমন সুন্দর উদাহরণ, নবুয়ত হলো মূলত একটি নুরানী প্রাসাদ, হযরতে আম্বিয়ায়ে কেরামগণ عَلَیْهِمُ السَّلَام যেন সেটার নুরানী ইট, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেন সেই প্রাসাদের শেষ ইট, যেটার উপর সেই দালানের পরিপূর্ণতা নিহিত রয়েছে, এ থেকে বোঝা গেলো নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আখেরী নবী, তাঁর যুগে বা পরে তাঁর পরে আর কোন নবী নেই। (মিরআতুল মানাজীহ, খণ্ড: ৮, পৃষ্ঠা: ৭, সামান্য পরিবর্তন সহকারে)
মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদ্বা, শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার আমি অসুস্থ ছিলাম, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় খিদমতে উপস্থিত হলাম, তিনি আমাকে নিজের স্থানে দাঁড় করালেন আর তিনি নিজে নামাযে মশগুল হয়ে গেলেন, অতঃপর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর চাদর মুবারকের কিছু অংশ আমার উপর ঢেকে দিলেন, (নামাযের পর) বললেন: হে আলী! তুমি ভালো হয়ে গেছো, তোমার উপর কোন কষ্ট নেই, আমি আল্লাহ পাকের কাছ থেকে যা কিছু নিজের জন্য চেয়েছি, তোমার জন্যও চেয়েছি আর আমি যা কিছু চেয়েছি, আল্লাহ পাক আমাকে তা দান করেছেন কিন্তু আমাকে এটা বলা হয়েছে যে, لَا نَبِیَّ بَعْدَکَ অর্থাৎ হে মাহবুব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার পরে আর কোন নবী নেই।