Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat
থেকে বঞ্চিত সম্পদশালী সত্যিকারার্থে গরীব ও অসহায় এবং !مَعَاذَ الله !مَعَاذَ الله এই অবস্থা অর্থাৎ কুফরের অবস্থায় মৃত্যুবরণকারী চিরকালের জন্য জাহান্নামে থাকবে। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত ঈমানের নিরাপত্তা ও ঈমান সহকারে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকা, এই ফিতনা ফ্যাসাদের যুগে যেখানে আমলের ক্ষেত্রে সীমাহীন উদাসীনতা চলে এসেছে সেখানে ঈমান হেফাযতের চিন্তাও অনেক কম দৃষ্টিগোচর হচ্ছে, নিত্যদিন নতুন নতুন ফিতনা বিভিন্নভাবে মুসলমানদের ঈমান নষ্ট করতে ব্যস্ত রয়েছে, ঈমানের নিরাপত্তার চিন্তাধারা অতীব জরুরী, যদিওবা পুরো জীবন নেকীর মধ্যে অতিবাহিত করুক না কেনো, আল্লাহ না করুক ঈমানের উপর মৃত্যু না হলে চিরকালের জন্য দোযখে থাকতে হবে। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: اِنَّمَا الْاَعْمَالُ بِالْخَوَاتِیْم অর্থাৎ আমল সমাপ্তির উপর নির্ভরশীল।
(বুখারী, কিতাবুল কদর, ১৬১৭ পৃষ্ঠা, হাদীস: ৬৬০৭)
উদ্বেগজনক বিষয় হলো যেমনিভাবে পার্থিব দৌলত হেফাযতের বিষয়ে উদাসীনতা সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়, তার চেয়েও কঠিন বিষয় হলো ঈমানের। সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ওলামায়ে কেরামগণ বলেন: যার ঈমান ছিনিয়ে যাওয়ার ভয় থাকে না, মৃত্যুর সময় তার ঈমান ছিনিয়ে নেয়ার বেশি সম্ভাবনা রয়েছে।
(সব ছে আখেরী নবী, পৃষ্ঠা: ১০, মলফুযাতে আ’লা হযরত, ৪৯৫ পৃষ্ঠা, কিছুটা পরিবর্তন সহকারে)
সকল আশিকানে আখেরী নবীর উচিত এই মাসনুন দোয়াটি করা:
یَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِیْ عَلیٰ دِیْنِکَ
(তিরমিযী, কিতাবুল কদর, ৫১৭ পৃষ্ঠা, হাদীস: ২১৪০)
অনুবাদ: হে অন্তর সমূহ পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বর্তমান সময়ের ইলমী ও রুহানী ব্যক্তিত্ব শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এই ফিতনা ফ্যাসাদের যুগে খুব সহজভাবে নেকী করার ও গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে “৭২ নেক আমল” নামক পুস্তিকা দান করেছেন, এই নেক আমলের মধ্য হতে নেক আমল নাম্বার ১৪: আপনি কি আজ আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কিতাব অথবা মাকতাবাতুল মদীনার পুস্তিকা অথবা “মাসিক ফয়যানে মদীনা” কমপক্ষে ১২ মিনিট পড়েছেন বা শুনেছেন? এই নেক আমলের উপর নিয়মিত আমল করার দ্বারা আমাদের ইলম বৃদ্ধি পাবে, ইলমে দ্বীন অর্জন করার ফযিলত ও বরকত নসিব হবে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد