Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

বয়ান শোনার নিয়্যত

          প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ  অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ে নিন কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন নিয়্যত করুন! * ইলম অর্জন করার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ানের মাঝখানে উদাসিনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শ্রবণ করবো * যা শুনবো তা অন্যের নিকট পৌঁছিয়ে দেয়ার চেষ্টা করবো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام ও আকিদায়ে খতমে নবুয়ত

          আমার আক্বা, লা হযরত, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ফাতাওয়ায়ে রযবীয়্যা, খণ্ড: ১৫, পৃষ্ঠা: ৬৬৩ তে আকিদায়ে খতমে নবুয়তের উপর দলিল দিতে গিয়ে লিখেন: একবার ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে এইভাবে সালাম পেশ করলেন: السَّلَامُ عَلَیْکَ یَاظاهِرُ! اَلسَّلَامُ عَلَیْکَ یَابَاطِنُ  হে জাহির নবী! আপনার উপর সালাম বর্ষিত হোক, হে বাতিন নবী! আপনার উপর সালামএর জবাবে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: হে জিব্রাঈল! এই সিফাত (অর্থাৎ বৈশিষ্ট্য তো) আল্লাহ পাকের, তাঁরই জন্য উপযুক্ত, আমার জন্য এই সিফাতটি কিভাবে সম্ভব? হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام আরয করলেন: আল্লাহ পাক আপনাকে এসব গুণাবলী দ্বারা মর্যাদাবান করেছেন, আপনাকে সমস্ত নবী ও রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং নিজের নাম ও সিফাত থেকে আপনার নাম ও বৈশিষ্ট বের করেছেন * (হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)! আল্লাহ পাক আপনার নাম রেখেছেন আউয়াল, কেননা আপনি সৃষ্টির দিক দিয়ে (By Birth) সকল আম্বিয়ায়ে কেরামদের চেয়ে আউয়াল অর্থাৎ প্রথম (কেননা সর্বপ্রথম আপনার নুর মুবারক সৃষ্টি করা হয়েছে) * আল্লাহ পাক আপনার পবিত্র নাম আখের ও রেখেছেন কেননা আপনি সমস্ত আম্বিয়ায়ে কেরামের যুগের শেষে তাশরিফ আনয়নকারী ও আখেরী উম্মতের আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এইভাবে আল্লাহ পাক আপনার নাম বাতিনও রেখেছেন, কেননা আল্লাহ পাক তাঁর নামের সাথে আপনার পবিত্র নাম নুরের সাথে আরশের পায়ার উপর হযরত আদম عَلَیْہِ السَّلَام এর জন্মের ২ হাজার বছর পূর্বে সর্বদার জন্য লিখেছেন, অতঃপর আমাকে