Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

দাওয়াতে ইসলামীর রাত ও দিনবিভাগের পরিচিতি

          আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে, তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কৃপাদৃষ্টি এবং আউলিয়ায়ে কেরামের ফয়যানের বরকতে দাওয়াতে ইসলামীর উন্নতির সিড়িঁ অতিক্রম করেই যাচ্ছে এবং বর্তমানে اَلْحَمْدُ لِلّٰه ৮০টির চেয়েও অধিক বিভাগের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্যে ইসলামের আসল রুহ দ্বারা আলোকিত করিয়ে ইসলামের ছায়াতলে সম্পৃক্ত করে যাচ্ছে

          এটি একটি হাকিকত যে, দাওয়াতে ইসলামীর দ্বীনি কার্যাদির সূচিপত্র অনেক লম্বা সুতরাং প্রয়োজন অনূভব করা হয়েছে যে, এমন কোন প্লাটফর্ম বানানো হোক যেটাতে সারা বিশ্বের মধ্যে হওয়া দ্বীনি কার্যাদির নতুন নতুন খবর লিখিত আকারে পেশ করা হবে

          এই উদ্দেশ্যটি সামনে রেখে একটি বিভাগ গঠন করা হয়েছে যেটার নাম দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہদাওয়াতে ইসলামীর দিন ও রাতরেখেছেনএটি একটি ওয়েবসাইট যেটাতে প্রতিদিনের দাওয়াতে ইসলামীর নতুন নতুন  আপডেইট আফলোড করা হয়ে থাকে, মাদানী মুযাকারার প্রশ্নাবলি, বিভাগসমূহের পরিচিতি ও আকর্ষণীয় বিষয়াদি সম্বলিত ইসলামী কথাও এই ওয়েবসাইটের মধ্যে দেয়া হয়যদি আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজের ব্যাপারে আপডেইট পেতে চান তবে দাওয়াতে ইসলামী কে শব ও রোযনামক বিভাগের ওয়েব সাইটটি ভিজিট করতে থাকুন। ওয়েব সাইটটির লিংক: https://news.dawateislami.net

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সৎ সংস্পর্শের মাদানী ফুল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সৎ সংস্পর্শের ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে ২টি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: () তিনি বলেন: ’’اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ‘‘ অর্থাৎ মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে(সহীহ মুসলিম, কিতাবুল বির, ১০৮৮ পৃষ্ঠা, হাদীস: ৬৭১৮) () তিনি বলেন: اَلْمَرْءُ عَلیٰ دِیْنِ خَلِیْلِہِ فَلْیَنْظُرْ اَحَدُ کُمْ مَنْ یُّخَالِلُ অর্থাৎ মানুষ তার বন্ধুর ধর্ম ও তার রীতিনীতির উপর থাকে,  এজন্য সে কার সাথে বন্ধুত্ব করছে সেই বিষয়টা দেখা খুবই জরুরী। (আল মুসনদ লি ইমামি আহমদ বিন হাম্বল, মুসনদে আবি হুরায়রা, /২৩৩ পৃষ্ঠা, হাদীস: ৮৪২৫) * ভালো খারাপ বন্ধুর উদাহরণ হলো কস্তুরী বহনকারী আর কর্মকারের হাঁপরের মতো, কস্তুরী বহনকারী হয়তো আপনাকে সুগন্ধিই দিবেন অথবা তার থেকে কিছু কিনে নিবেন অথবা তার কাছ থেকে ভালো সুগন্ধ পাবেন আর কর্মকারের হাঁপর হয়তো আপনার কাপড় পুড়িয়ে দিবে অথবা তার থেকে দূর্গন্ধ পাবেন। (সহীহ মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলা, ১০৮৪ পৃষ্ঠা, হাদীস: ৬৬৯২) * হাদীস শরীফে বলা হয়েছে: গুণীজনদের সংস্পর্শে বসো আর ওলামাদের সাথে আলাপ আলোচনা করো এবং শাসকদের সাথে মিলে থাকো। (মুজামুল কবীর, ২২/১২৫ পৃষ্ঠা, হাদীস: ৩২৪ পৃষ্ঠা) * একজন উত্তম বন্ধু হলো সে