Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

কি পারে না তো এই নিয়্যতে ভন্ড নবী দাবীদারের কাছ থেকে  মুজিযা দেখার আবেদন করার দ্বারা তৎক্ষণাত অমুসলিম হয়ে যাবে

(মলফুযাতে আলা হযরত, ১৩৪ পৃষ্ঠা)

 

কোন সাহাবিকে নবী মানা কেমন?

          হে আশিকানে রাসূল! সায়্যিদি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আকিদায়ে খতমে নবুয়ত প্রসঙ্গে অনেক কিছু লিখেছেন, এর মধ্যে বিশেষ করে ৬টি পুস্তিকা আকারে রয়েছে যা আকিদায়ে খতমে নবুয়তের আলোচনায় অথবা খতমে নবুয়তের অস্বীকারকারীদের খণ্ডনে লিখা হয়েছে: এর মধ্য হতে একটি পুস্তিকা: جَزاءُ اللهِ عَدُوَّہُ بِاٰبَائِہٖ خَتْمَ النُّبُوَّہ (অর্থাৎ খতমে নবুয়তের অস্বীকারকারী দুশমনে খোদার উপর আল্লাহ পাকের শাস্তি)সায়্যিদি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে প্রশ্ন করা হলো: এক ব্যক্তি যে হযরত খাতুনে জান্নাত সায়্যিদা ফাতেমুয যাহরা, হযরত আলীউল মুরতাদ্বা শেরে খোদা এবং হাসান  ও হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمْ কে নবী হিসেবে মান্য করে। এর ব্যাপারে বিধান কী?

 

          এটার উত্তরে সায়্যিদি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বড় সাইজের ১১৩ পৃষ্ঠা সম্বলিত সুন্দর একটি কিতাব লিখে দিলেন, যেটাতে তিনি কুরআনে পাকের এই আয়াত:

وَ لٰکِنۡ رَّسُوۡلَ اللّٰہِ وَ خَاتَمَ  النَّبِیّٖنَ

(পারা: ২২, সূরা আহযাব, আয়াত: ৪০)

কানযুল ঈমান থেকে অনুবাদ: হ্যাঁ! আল্লাহর রাসূল হন এবং সমস্ত নবীদের মধ্যে সর্বশেষ।

 

          আর হাদীসে পাক ও পূর্বের আসমানি কিতাবের বর্ণনা লিপিবদ্ধ করে এটা প্রমাণ করেছেন যে বান্দা আল্লাহ পাকের প্রিয় হাবীব, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আখেরী নবী হওয়া অস্বীকার করে তাঁর জীবদ্দশায় অথবা তাঁর পরে কিয়ামত পর্যন্ত কোন উঁচু থেকে উঁচু মর্যাদার ব্যক্তিকে নবী হিসেবে মান্য করবে, সে বান্দা অমুসলিম, ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে

 

          সায়্যিদি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই মুবারক রিসালার মধ্যে আকিদায়ে খতমে নবুয়তের যেই দলিলাদি পেশ করেছেন, اَلْحَمْدُ لِلّٰه আশিকে আলা হযরত, আমীরে আহলে সুন্নাত, মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মধ্যে অনেক দলিলাদি তাঁর রিসালা “সর্বশেষ নবী” তে আলোচনা করেছেনআসুন! এর মধ্য হতে একটি দলিল শ্রবণ করুনআরও বিস্তারিত জানতে চাইলে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা সব ছে আখেরী নবী অধ্যয়ন করুন বরং চেষ্টা করে ৭ সেপ্টেম্বর খতমে নবুয়ত দিবস উদযাপন করা হয়ে থাকে, খতমে নবুয়ত দিবসে ঘরের মধ্যে, মসজিদে, নিজের এলাকায়, বাজারে এই পুস্তিকা থেকে দরস দিন! اِنْ شَآءَ الله ইলমে দ্বীন অর্জন করার সুযোগ মিলবে আর নেকীর দাওয়াতের প্রচুর সাওয়াবও অর্জিত হবে