Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

লাওহে মাহফুয ও আকিদায়ে খতমে নবুয়ত

          হাদীসে পাকের প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফে রয়েছে: আল্লাহ পাকের সর্বশেষ নবী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: আল্লাহ পাক যমিন ও আসমান সৃষ্টি করার ৫০ হাজার বছর পূর্বে সৃষ্টিকুলের তাকদির লিপিবদ্ধ করেছেন, তখন লাওহে মাহফুযে যা কিছু লিখা হয়েছে, তাতে এটাও লিখা ছিলো: اَنَّ مُحَمَّدًا خَاتَمُ النَّبِیٖن নিশ্চয় আমি মুহাম্মাদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী। (মুসলিম, কিতাবুল কদর, ১০২৩ পৃষ্ঠা, হাদীস: ২৬৫৩)

হযরত আদম عَلَیْہِ السَّلَام ও আকিদায়ে খতমে নবুয়ত

          সাহাবীয়ে রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: যখন আল্লাহ পাক হযরত আদম عَلَیْہِ السَّلَام কে সৃষ্টি করলেন তখন তাঁকে তাঁর বংশধরদের দেখানো হলো, তিনি তাঁর সন্তানদের মধ্যে অনেককে অনেকের চেয়ে উত্তম দেখতে পেলেন, ব্যস তিনি সবার শেষে মহান ও আলোকিত একটি নুর দেখতে পেলেন তো আরয করলেন: یَا رَبِّ! مَنْ هٰذَا হে আমার প্রতিপালক! ইনি কে? বললেন: হে আদম! ইনি আপনার পুত্র আহমদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم), তিনিই  আউয়াল, তিনিই শেষ, ইনিই হলেন তিনি যিনি (কিয়ামতের দিন) সর্বপ্রথম সুপারিশ  করবেন, তাঁর সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে। (মুখতাসার তারিখে দামেষ্ক লি ইবনে আসাকির, খণ্ড: , পৃষ্ঠা: ১১১) সাহাবীয়ে রাসূল হযরত জাবের বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, আল্লাহ পাকের নবী হযরত আদম عَلَیْہِ السَّلَام এর উভয় কাঁধের মাঝখানে লিখা ছিলো: مُحَمَّدُ رَّسُوْلُ اللهِ خَاتَمُ النَّبِیّٖن  মুহাম্মাদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের রাসূল ও সর্বশেষ নবী।

(মুখতাসার তারিখে দামেষ্ক লি ইবনে আসাকির, খণ্ড: , পৃষ্ঠা: ১৩৭)

 

যমিনে প্রথম আযান

          হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, হুযুর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: হযরত আদম عَلَیْہِ السَّلَام হিন্দে অবতরণ করলেন, তিনি কিছুটা আতঙ্কিত হলেন তো হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام আসলেন, তিনি আযান দিলেন, যখন তিনি اَشْہَدُ اَنَّ مُحَمّدًا رَّسُوْلُ الله বললেন তখন হযরত আদম عَلَیْہِ السَّلَام জিজ্ঞেস করলেন: مَنْ مُحَمَّد؟ অর্থাৎ মুহাম্মাদ কে? জিব্রাইল عَلَیْہِ السَّلَام বললেন: اٰخَرُ وَلَدِکَ مِنَ الْاَنْبِیَاء অর্থাৎ মুহাম্মাদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার সন্তানদের মধ্যে সর্বশেষ নবী। (তারিখে মদীনা দামেষ্ক, খণ্ড: , পৃষ্ঠা ৪৩৭)  

 

হযরত ইব্রাহীম  عَلَیْہِ السَّلَام ও আকিদায়ে খতমে নবুয়ত

          তাবাকাতুল ‍কুবরায় বর্ণিত রয়েছে: আল্লাহ পাক তাঁর নবী হযরত ইব্রাহীম খলিলুল্লাহ عَلَیْہِ السَّلَام এর উপর অবতীর্ণ হওয়া সহিফার মধ্যে লিখেছিলেন: (হে ইব্রাহীম!) আপনার