Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

Book Name:Ala Hazrat Aur Aqidah Khatm e Nubuwwat

পূর্ববর্তী উম্মতের ওলামা ও আকিদায়ে খতমে নবুয়ত

          হে আশিকানে রাসূল! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী, এই কথাটি পূর্ববর্তী উম্মতদের মধ্যে অনেক প্রসিদ্ধ ছিলোযেমন হযরত কাবুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমার সম্মানিত পিতা তাওরাতের অনেক বড় আলিম ছিলেন, আল্লাহ পাক হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর উপর যা কিছু অবতীর্ণ করেছেন, সেটার যতটুকু ইলম তাঁর নিকট ছিলো, তাঁর সময়ে অন্য কারো নিকট সেরকম ছিলো না, তিনি তাঁর ইলমের মধ্য হতে কোন বিষয় আমার কাছ থেকে গোপন রাখেননি, যখন তাঁর শেষ সময় এলো তখন আমাকে বললেন: পুত্র! তুমি জানো যে, আমি আমার ইলমের কোন বিষয় তোমার কাছ থেকে গোপন রাখিনি, হ্যাঁ! ২টি পৃষ্ঠা আছে, সেগুলোতে একজন নবীর আলোচনা রয়েছে, তাঁর আগমনের সময় এসে গেছে, আমি পূর্বে তোমাকে এই ভয়ে বলিনি যে কখনো যেনো এমন না হয় যে কেউ ভন্ড নবী দাবী করে বসলো আর তুমি তার আনুগত্য করে বসো!

          সুতরাং আমি দুইটি কাগজ অমুক জায়গায় রেখেছি, এখনই সেগুলো খুলে দেখিও না, যখন সেই নবী তাশরিফ আনবেন, আল্লাহ পাক চান তো তুমি তাঁর আনুগত্য করবে। হযরত কাবুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি সেই ২টি কাগজ বের করে দেখলাম তো তাতে দেখা ছিলো: مُحَمَّدُ رَّسُوْلُ اللهِ خَاتَمُ النَّبِیّٖن  لَا نَبِیَّ بَعْدَہٗ مَوْلِدُہٗ بِمَکَّۃَ وَ مُہَاجَرُہٗ بِطَیْبَۃَ অর্থাৎ মুহাম্মাদ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহর রাসূল, সর্বশেষ নবী, তাঁর পরে আর কোন নবী আসবে না, মক্কায়ে মুকাররমায় তাঁর জন্ম হবে এবং মদীনায়ে  তায়্যিবায় তিনি হিজরত করবেন। (আল খাসায়িসুল কুবরা, খণ্ড: , পৃষ্ঠা: ২৫)

          জান্নাতী সাহাবী হযরত সাঈদ বিন যায়িদ رَضِیَ اللهُ عَنْہُ এর পিতা হযরত যায়িদ বিন আমর رَضِیَ اللهُ عَنْہُ জাহেলি যুগে দ্বীনে ইব্রাহীমের সত্যিকার অনুসরণকারী ও সঠিক রাস্তার মুসাফির ছিলেন, তিনি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগমনের পূর্বেই ইন্তেকাল করেছিলেন, তিনি বলতেন: আমি দ্বীনে ইব্রাহীমের সন্ধানে শহর থেকে শহরে সফর করেছি, ইহুদি ও খ্রিষ্টান যার কাছ থেকেই জিজ্ঞাসা করেছি, সকলেই আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাত ও সিফাত বর্ণনা করেছে আর বলেছে: তিনি ছাড়া আর কোন নবী অবশিষ্ট নেই। (আল খাসায়িসুল কুবরা, খণ্ড: , পৃষ্ঠা: ৪৩)

 

মেরাজের সফর আর আকিদায়ে খতমে নবুয়ত

          হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, প্রিয় নবী, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মেরাজের সফরের ঘটনা, যখন তিনি (মসজিদে আকসায়) আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام দের সাথে সাক্ষাত করলেন, তখন আম্বিয়ায়ে কেরামগণ عَلَیْهِمُ السَّلَام খুতবা দিলেন, তাতে আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করা হলো, শেষে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুতবা প্রদান করলেন, তিনি সেই খুতবার মধ্যে নিজের ও নিজের উম্মতের অনেক মর্যাদা বর্ণনা করলেন, অতঃপর বললেন: সমস্ত প্রশংসা সেই প্রতিপালকের জন্য جَعَلَنِی  فَاتِحًا وَ خَاتَمًا  যিনি আমাকে فاتِح