Book Name:Ghous e Pak aur Islah e Ummat
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা হলো মুজাহাদার পদ্ধতি, আমরা নিজেদের প্রত্যাশাগুলোকে (Hopes) কম করে নিই, মৃত্যু, কবর ও আখিরাতকে সব সময় নিজেদের সামনে খেয়াল করি, আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিধানের উপর দৃঢ়তার সাথে আমল করি, এই ব্যাপারে নফস ও শয়তানে ধোঁকায় যেনো না পড়ি, যদি আমরা এই অভ্যাসটি অবলম্বন করি তবে اِنْ شَآءَ الله আমরা নিজেদেরকে সংশোধন করতে সফল (Successful) হয়ে যাবো আর যদি প্রত্যেকেই নিজেদেরকে সংশোধন করে নিই তো পুরো সমাজ সংশোধন হয়ে যাবে।
اَلْحَمْدُ لِلّٰه আশিকে গাউসে পাক শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বর্তমান সময়ে হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই শিক্ষার উপর সহজে আমল করার জন্য নেক আমল প্রদান করেছেন। ইসলামী ভাইদের জন্য ৭২, ইসলামী বোনদের জন্য ৬৩, ছোট বাচ্চাদের জন্য ৪০ এবং শিক্ষার্থীদের জন্য ৯২টি নেক আমল। এটি একটি সংক্ষিপ্ত পুস্তিকা, যেটাতে সংক্ষিপ্ত প্রশ্নত্তোর দেয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের নিচের খালিঘর (Blank Boxes), আমাদের কী করতে হবে; যেকোন একটি সময় নির্ধারণ করে, প্রতিদিন এই রিসালা খোলা, এটার প্রশ্নোত্তর পড়া আর সেগুলোর নিচের খালিঘর পূরণ করা। এটা নিজের সংশোধনের এমন উপমাহীন (Matchless) পদ্ধতি যে, যদি আমরা অবলম্বন করি আর অটলতার (Consistency) সাথে আমল করি তবে ! اِنْ شَآءَ الله বছর বা মাস নয় বরং কয়েক দিনের মধ্যেই আমাদের ভিতর পরিবর্তন আসা শুরু হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার দ্বিতীয় উসুল হলো তাওয়াককুল। হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তাওয়াক্কুলের প্রকৃত (Reality) অর্থ হলো এটা যে, বান্দা নিজের সকল কাজ আল্লাহ পাকের নিকট সোপর্দ করে দেয়া আর অন্তরে এই বিশ্বাস স্থাপন করা যে, ভাগ্য পরিবর্তন হবে না, (Destiny) ভাগ্যে যা লিখা হয়েছে, সেটা হবেই, যা লিখা হয়নি, সেটা কখনো হবে না। যখন বান্দা হৃদয়ের বিশ্বাসের সাথে এই কথাটি মেনে নিবে যখন তার হৃদয় শান্ত হয়ে যাবে। (আল গুনিয়্যা, আল কিসমুল খামিসুত তাসাউফ, ৩১৭ পৃ:)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আর সমাজের সংশোধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিত্তি * তাওয়াক্কুলের বরকতে বান্দা লালসা করা থেকে বেঁচে যায় * হিংসা (Jealousy)’র রোগ থেকে মুক্তি লাভ করে * মাল ও দৌলতের ভালোবাসা বের হয়ে যায় * ধোঁকা, প্রতারণা (Cheating) * মিথ্যা (Lying) * চুরি চিটারী ইত্যাদির মতো অনেক গুনাহ থেকে মুক্তি লাভ করে। আপনারা নিজেরাই চিন্তা করুন! যখন সমাজে এতগুলো মন্দ অপকর্ম (Flaws) থাকবে না তখন সমাজ কেমন পবিত্র ও সুন্দর হয়ে যাবে। এজন্য আমাদের উচিত তাওয়াক্কুল অবলম্বন করা, আল্লাহ পাকের উপর ভরসা করা শিখে নেয়া।