Book Name:Ghous e Pak aur Islah e Ummat
নাপাক থাকতো। যাইহোক! আমরা সকলে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারের দিকে যাচ্ছিলাম সৌভাগ্যত্রুমে হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে রাস্তায় সাক্ষাত হয়ে গেলো, আমরা সকলে সামনে অগ্রসর হয়ে সালাম করলাম আর এক একজন করে তাঁর হাত মুবারক চুম্বন করতে লাগলাম। সেই যুবক যার চরিত্র ভালো ছিলো না, যখন সে হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাত চুম্বন করার জন্য সামনে অগ্রসর হলো তৎক্ষণাৎ হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাত মুবারক সরিয়ে নিলেন, এরপর এক নজর সেই যুবকটির দিকে তাকালেন, সরকারে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দৃষ্টি মুবারকের প্রভাব সহ্য করতে না পেরে সেই যুবক অজ্ঞান হয়ে পড়ে গেলো, যখন তার জ্ঞান ফিরলো তো সে সাথে সাথে নিজের মন্দ স্বভাব থেকে তাওবা করে নিলো, অতঃপর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার সাথে হাত মিলালেন।
(ক্বালায়িদুল জাওয়াহির, ৩২ পৃ:)
শায়খ আবু হাসান কুরাইশী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ৫৫৯ হিজরীর ঘটনা বদ মাযহাবীদের একটি বড় দল হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে উপস্থিত হলো, তাদের কাছে ২ ঝুড়ি ছিলো, যেগুলোর মুখ আটকানো ছিলো, সেই বদ মাযহাবীরা হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলো: বলুন! এই ঝুড়ির মধ্যে কি আছে? হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর অন্তর্দৃষ্টির মাধ্যমে জেনে নিলেন আর একটি ঝুড়ির উপর হাত রেখে বললেন: এটাতে একটি পঙ্গু (Disable) শিশু আছে। এরপর তিনি তাঁর শাহজাদা হযরত আব্দুর রাজ্জাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বললেন: এই ঝুড়ির (Basket) মুখ খুলো! যখন ঝুড়িটির মুখ খোলা হলো তখন তাতে সত্যিই একজন পঙ্গু শিশু ছিলো, সরকারে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই বাচ্চাটির উপর তাঁর হাত মুবারক বুলিয়ে দিলেন আর বললেন: قُمْ بِاِذْنِ الله আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যাও...! এতটুকু বলার সাথে সাথে সেই বাচ্চাটি ভালো (Disability) হয়ে গেলো এবং সুস্থভাব ওঠে দাঁড়িয়ে গেলো, এখন গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দ্বিতীয় ঝুড়ির উপর হাত রাখলেন আর বললেন: এতে সুস্থ (Healthy) শিশু রয়েছে। যখন ঝুড়িটি খোলা হলো তখন তাতে আসলেই সুস্থ বাচ্চা পাওয়া গিয়েছিলো, শাহেনশাহে বাগদাদ হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জীবন্ত কারামত দেখে সেই সকল বদ মাযহাবীরা নিজেদের ভ্রান্ত আকীদা থেকে তাওবা করলো আর সত্যিকারের আশিকে রাসূল হয়ে গেলো। (ক্বালায়িদুল জাওয়াহির, ৩০ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ফুতুহুল গায়েব যেটা হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর লিখিত কিতাব (Book)। তাতে তিনি বলেন: একদিন আমি ঘুমিয়ে ছিলাম, আমি স্বপ্নে (Dream) দেখলাম যে, কোনো একটি