Book Name:Ghous e Pak aur Islah e Ummat
তাওয়াক্কুল বৃদ্ধি করার রুহানী অযিফা
ফকীহুল আসর (অর্থাৎ তাঁর সময়কার অনেক বড় আলিমে দ্বীন) মুফতি মুহাম্মদ আমিন সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: حَسْبُنَا اللهُ و َ نِعْمَ الْوَکِیْل এর অযিফা করার দ্বারা তাওয়াক্কুল মজবুত হয়ে যায় আর যার তাওয়াক্কুল দৃঢ় হয়ে যায়, তার কোন জিনিসের কমতি থাকে না, কেননা আল্লাহ পাক বলেন: (দো খাযানে, ৩ পৃ:)
وَ مَنْ یَّتَوَکَّلْ عَلَی اللّٰہِ فَہُوَ حَسْبُہٗ
(পারা: ২৮, সূরা আত তালাক্ব, ৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যে আল্লাহর উপর ভরসা করে, তবে তিনিই তার জন্য যথেষ্ট।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে কাদেরীয়ার তৃতীয়তম গুরুত্বপূর্ণ মৌলিক উসুল হলো সত্যবাদীতা। একবার কেউ হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলেন: আপনার তরিকতের ভিত্তি কিসের উপর? বললেন: عَلَی الصِّدْقِ অর্থাৎ আমার তরিকতের ভিত্তি সত্যবাদীতার (Truthfulness) উপর। আমি ছোটবেলা (Childhood) থেকে এখনো পর্যন্ত কখনো মিথ্যা বলিনি। (বাহজাতুল আসরার, যিকরু তরিকত رَضِیَ اللهُ عَنْہُ, ১৬৭ পৃ:)
সমাজের সংশোধনের জন্য এটাও গুরুত্বপূর্ণ উসুল। যদি সমাজে মিথ্যার উপর একদম নিষেধাজ্ঞা করে সত্যের প্রচলন করে দেয়া হয় তবে আমাদের সমাজ অনেক অনিষ্টতা থেকে পবিত্র হয়ে যাবে। খুবই প্রসিদ্ধ (Famous) ঘটনা: একবার কোন ব্যক্তি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি মদ পান করি, চুরিও করে থাকি আর মিথ্যাও বলি, এই তিনটির মধ্য হতে শুধুমাত্র একটি মন্দ স্বভাব বর্জন করতে পারবো, বলুন! কোনটা ছেড়ে দিবো? বললেন: মিথ্যা বলা ছেড়ে দাও।
ব্যস সে মিথ্যা বলা ছেড়ে দিলো তো সেটার বরকতে অপর দুইটি মন্দ থেকেও মুক্তি নসিব হয়ে গেলো।
(তাফসীরে কবীর, পারা: ১১, সূরা তাওবা, আয়াতের পাদটীকা: ১১৯, ৬/১৬৭ পৃ:)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই হলো সত্যবাদীতার বরকত...!! নিজের নিয়্যতের মধ্যে সত্যবাদীতা রাখুন, সত্য বলার, মিথ্যা বলা থেকে দূরে থাকার বরকতে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জিত হয়ে থাকে, মন্দ বিষয়াদি থেকে মুক্তি মিলে থাকে, তাওবার তৌফিক নসিব হয়ে থাকে আর বান্দা সংশোধন হয়ে উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছার উপযুক্ত হয়ে যায়।
সুতরাং আমরা সকলের উপর আবশ্যক হলো সর্বদা সত্য বলা, মিথ্যা বলার প্রতি সর্বদা ঘৃণা পোষণ করা।
প্রিয় ইসলামী ভাইয়েরা! হে গাউসে পাকের দিওয়ানা! হে কাদেরীগণ! গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপদেশ শুনুন, সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার ৩টি মৌলিক উসুল শুনুন: (১): মুজাহাদাহ (২): তাওয়াক্কুল (৩): সত্যবাদীতা। আজ থেকে নিয়্যত করে নিন! এই তিনটি উসুল