Ghous e Pak aur Islah e Ummat

Book Name:Ghous e Pak aur Islah e Ummat

নিজের জীবনে বাস্তবায়ন (Implement) করে হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সত্যিকার মুরিদ হওয়ার চেষ্টা করবো। اِنْ شَآءَ الله

 

বায়আতের পরিচয়, উপকারিতা ও ফযিলত

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সিলসিলায়ে কাদেরীয়া খুবই বরকতময় সিলসিলা। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ও কাদেরী সিলসিলার বায়আত, সায়্যিদি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও কাদেরী সিলসিলায় বায়আত ছিলেন আর اَلْحَمْدُ لِلّٰه বাকি যতো তরিকতের সিলসিলা রয়েছে যেমন: সিলসিয়ায়ে নক্সবন্দীয়া, সোহরাওয়ার্দীয়া, সিলসিলায়ে চিশতিয়া এসবের মধ্যে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ফয়যানই পৌঁছে থাকে। সিলসিলায়ে কাদেরীয়ার প্রবর্তক হলেন শাহেনশাহে সায়্যিদি গাউসে পাক শায়খ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এবং এই সিলসিলা اَلْحَمْدُ لِلّٰه মুসলমানদের চতুর্থ খলিফা, শাহেনশাহে বেলায়ত হযরত মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ পর্যন্ত সংযুক্ত এবং তাঁর মাধ্যমে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পর্যন্ত পৌঁছে থাকে, আপনি যদি এখনো পর্যন্ত কোনো পীরে কামিলের হাতে বায়আত না হয়ে থাকেন তবে পরামর্শ থাকবে সিলসিলায়ে কাদেরীয়ায় কোন শর্ত সম্পন্ন পীরের হাতে বায়আত হয়ে যান।

 

          মনে রাখবেন! কোন পীরে কামিলের হাতে বায়আত হওয়ার অনেক বরকত ও উপকার রয়েছে, যেমন এটার বরকতে ঈমান হেফাযত নসিব হয়ে থাকে * নামায রোযার প্রতি আগ্রহ নসিব হয়ে থাকে * হালাল, হারামের পরিচয় নসিব হয়ে থাকে * মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শনের ঈমানী স্পৃহা নসিব হয়ে থাকে * শয়তান থেকে হেফাযত হয়ে থাকে * অন্তরে ইবাদতের আগ্রহ ও কুরআনের পাকের তিলাওয়াতের স্পৃহা মিলে থাকে * মন্দ সংস্পর্শ থেকে বেঁচে থাকার মানসিকতা হয়ে থাকে * গুনাহ থেকে তাওবা নসিব হয়ে থাকে * দ্বীনি ও দুনিয়াবি পেরেশানী দূর হয়ে থাকে * মানুষের চরিত্র সুন্দর হয়ে যায় * আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মুরিদ হয়ে মানুষের কি কি উপকার অর্জিত হয়েছে, কী কী বরকত নসিব হয়েছে * আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মুরিদ হয়ে লক্ষ লক্ষ বেনামাযী, নামাযী হয়েছে বরং নামাযের ইমাম হয়ে গেছে * হাজারো লোক আলিম হয়েছে * মুফতি হয়েছে * হাফিয হয়েছে * ঘরে দ্বীনি পরিবেশ হয়েছে * দাড়ি রেখেছে * পাগড়ি শরীফ সাজিয়ে নিয়েছে * মদীনার ভালোবাসা নসিব হয়েছে * হজ্ব করার মানসিকতা হয়েছে * অনেকে হাজ্বী হয়েছে * নাত পাঠকারী * নাত শ্রবণ করার আগ্রহ ও স্পৃহা নসিব হয়েছে * ইশকে রাসূল নসিব হয়েছে *লা হযরতকে চিনতে পেরেছে * গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে চিনেছে। এইভাবে যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি তবে এমন হাজারো উদাহরণ হবে যা আমীরে আহলে সুন্নাত دَامَتْ