Ghous e Pak aur Islah e Ummat

Book Name:Ghous e Pak aur Islah e Ummat

গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও উম্মতের সংশোধন

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিক্ষা ও তাঁর দ্বীনি খিদমত সম্পর্কে কিছু বিষয় শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি:

 

পুত্র! তুমি অযুহীন ছিলে

          শায়খ আবুল ফারাজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন আশিকে গাউসে পাক ছিলেন, তাঁর হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর যুগ পাওয়ার সৌভাগ্য নসিব হয়েছে, সাক্ষাত করারও মর্যাদা মিলেছে এবং হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি ভালোবাসা ও আন্তরিকতাও নসিব হয়েছেশায়খ আবুল ফারাজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমার হুযুরে গাউসে পাক শায়খ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাদরসার পাশ দিয়ে অতিত্রুম করার সৌভাগ্য অর্জিত হয়েছে, সেটা আসরের সময় ছিলো আর ওখানকার মসজিদে তাকবীর বলা হচ্ছিলো, আমি সময়টাকে গণিমত মনে করলাম যে, এক তো আসরের নামায জামআত সহকারে পড়বো আর দ্বিতীয়ত  হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর যিয়ারতও নসিব হয়ে যাবে, সুতরাং আমি দ্রুত মসজিদে প্রবেশ করলাম, আমার খেয়াল ছিলো যে আমি অযু অবস্থায় আছি, সুতরাং আমি তৎক্ষণাৎ জামআতে শরিক হয়ে গেলাম, হুযুরে গাউসে পাক শায়খ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পেছনে ইকতিদা করে নামায পড়লাম, যখন নামায শেষ হলো তো অন্তরের খবর সম্পর্কে অবহিত, পথহারাদের পথপ্রদর্শক হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার দিকে মুখ করলেন আর বললেন: اَیْ بُنَیَّ! হে আমার বৎস!
اَلْغَفْلَۃُ شَامِلَةٌ لَّکَ উদাসিনতা (Heedlessness) তোমাকে ঘিরে রেখেছে,
قَدْ صَلَّیْتَ عَلیٰ غَیْرِ وُضُوْءٍ অর্থাৎ তুমি অযু ছাড়া নামায পড়ে নিয়েছো।

(আল ক্বালায়িদুল জাওয়াহির, ৩০ পৃ:)

 

মুমিনের অন্তর্দৃষ্টির মহিমা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমার পীরের কেমন শান, পীরদের পীর, পীর দস্তগীর হুযুরে গাউসে আযম শায়খ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কেমন শান...!! শায়খ আবুল ফারাজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ভুল করে অযুবিহীন অবস্থায় নামায পড়ে ফেলেছিলেন, হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর ইলমে বাতিন ও অন্তর্দৃষ্টি দ্বারা তা জেনে নিয়েছেন যে, তিনি অযু ছাড়া নামায পড়েছেনএটা আউলিয়া কেরামের উচ্চ মর্যাদার শান, আল্লাহ পাক তাঁর নবীদের সদকায় তাঁদেরকে অন্তরের খবর জানার জ্ঞান দান করেছেন। হাদীসে পাকে রয়েছে: اِتَّقُوْا فِرَاسَۃَ الْمُؤْمِنِ فَاِنَّہٗ یَنْظُرُ بِنُوْرِ الله অর্থাৎ মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থেকো কেননা সে আল্লাহ পাকের নুর দ্বারা অবলোকন করে থাকে। (তিরমিযী, কিতাবু তাফসীরিল কুরআন, ৭২২ পৃ:, হাদীস: ৩১২৭)