Book Name:Ghous e Pak aur Islah e Ummat
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মুরিদ হওয়ার বরকতে নসিব হয়েছে। মোটকথা মুরিদ হওয়ার বরকতে লোক দুনিয়া ও পরকালে সৌভাগ্যমন্ডিত হয়ে যায়।
আল্লাহ পাক আমাদের সকলকে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ও তাঁর সদকায় হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সত্যিকার গোলামী নসিব করুক আর আমাদের ঈমানের উপর মৃত্যু নসিব করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم