Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

          سُبْحٰنَ الله! এরপর হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এক পলকে চোখ বন্ধ করে দেখলেন যে, সিংহাসন এসে পৌঁছে গেছে

(তাফসীরে সীরাতুল জিনান, পারা ১৯, সূরা নামল, আয়াত ৪০, ৭/১৯৩ - ২০৩)

 

 

          আল্লাহ! আল্লাহ! এটি হল আল্লাহর ওলীর কারামত...!! মাইলের পর মাইল পরিমাণ দূরত্ব, বহু কিলো ওজনের ভারী সিংহাসন.. হযরত আসিফ বিন বরখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দরবারে উপস্থিত ছিলেন এবং এক পলকেই সিংহাসন উপস্থিত করলেন এর দ্বারা জানা গেলো যে, আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ দের জন্য জমিন সংকুচিত রে দেয়া হয়, তাঁদের জন্য দূরত্ব দূরত্ব থাকে না, তাঁরা কয়েকশো কিলোমিটার দূরত্ব এক মুহূর্তে অতিক্রম করতে পারেন, এটি একটি কারামত এবং এই কারামতের উল্লেখ কোথায়? কুরআনে করীমে রয়েছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হাদীসে পাকে কারামতের বর্ণনা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এই সমস্ত আলোচনার মাধ্যমে জানা গেল; কারামত সত্য, আল্লাহ পাক  তাঁর প্রিয় বান্দাদের, আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ দের এমন মর্যাদা প্রদান করেছেন যাতে তাঁদের থেকে কারামতের প্রকাশ ঘটে কুরআনে করীমেও অনেক কারামতের কথা উল্লেখ রয়েছে, তেমনি হাদীসে পাকের প্রসিদ্ধ এবং সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব যেমন বুখারী রী এবং মুসলিম রীফেও  অনেক কারামতের কথা উল্লেখ রয়েছে আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان কে পূর্ববর্তী উম্মতের আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর করামতের কথা শুনিয়েছেন আসুন! বরকত অর্জনের জন্য হাদীসে বর্ণিত কয়েকটি কারামত শুনে নিই:

 

বাচ্চা বলে উঠলো

          হাদীসে পাকে জুরাইজ রাহেবের কারামতের কথা উল্লেখ আছে হযরত জুরাইজ পূর্ববর্তী উম্মতের একজন ওলী ছিলেন একবার এক ব্যভিচারী মহিলা তাঁকে অপবাদ দিয়ে তাঁর বিরুদ্ধে একটি অবৈধ শিশুর অভিযোগ তুলে দাবি করলো যে, এই শিশুটি হযরত জুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সন্তান এরপর হযরত জুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শিশুটিকে বললেন: "ৎস! বলো, তোমার বাবা কে?" যে শিশু মাত্র কয়েক ঘণ্টা পূর্বে জন্ম নিয়েছিল, সে ভাষায় বলতে শুরু করল যে তার বাবা হলো অমুক

(আল আদাবুল মুফরাদ, ২৩ পৃষ্ঠা, হাদীস: ৩৩)

          এটি হযরত জুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি কারামত ছিল, যা আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন এবং ইমাম বুখারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর কিতাবে উল্লেখ করেছেন