Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

দোয়া দ্বারা তাকদীর পরিবর্তন হয়

          আমাদের পীর হুযুর গাউছে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র যুগে আবু মুযাফফর নামের একজন ব্যবসায়ী ছিলেন, এক বার তিনি শায়খ হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে উপস্থিত হলেন এবং আরয করলেন: হুযুর! আমি ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছি, আপনার নিকট দোয়ার আবেদন

          ওলী তো ওলীই, এদের দৃষ্টি লোহে মাহফুজকেও দেখতে পারে অতএব, শায়খ হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন তার ভাগ্যের অবস্থা সম্পর্কে অবগত হয়ে অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে বললেন: আপনি আপনার সফর স্থগিত করুন! যদি যান, তাহলে ডাকাতরা সমস্ত মাল লুঠে নেবে এবং আপনাকে হত্যা করে ফেলবে বণিক এটি শুনে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন, সেই উদ্বিগ্ন অবস্থায় ফিরে আসছিলেন, পথিমধ্যে হুযু গাউছে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করলেন: চিন্তিত কেন? বণিক আবু মুযাফফর পুরো ঘটনাটি বিস্তারিত বর্ণনা করলেন, গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: উদ্বিগ্ন হবেন না, আগ্রহের সাথে সিরিয়া সফর করুন! اِنْ شَآءَ الله সবকিছু ভালো হয়ে যাবে বণিক আবু মুযাফফর তাঁ কথা মেনে নিলেন এবং কাফেলার সঙ্গে সিরিয়া রওনা হলেন, তার ব্যবসায় প্রচুর লাভ হলো, এই সফরের মধ্যে বণিক আবু মুযাফফর একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন, তিনি দেখলেন ডাকাতেরা কাফেলায় হামলা করে সব মালামাল লুঠ করে নিয়েছে এবং তাকে হত্যা করে ফেলেছে ভয়ে তার চোখ খুলে গেল, উঠে দেখেন সেখানে কোনো ডাকাত বা বিপদ নেই, ফলে তিনি প্রচুর লাভবান হয়ে আনন্দের সঙ্গে বাগদাদে পৌঁছলেন, এবার তিনি ভাবতে লাগলেন, প্রথমে গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে দেখা করবেন, নাকি শায়খ হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে! হঠাৎ পথিমধ্যে শায়খ হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে তার সাক্ষাৎ হয়, তিনি বণিককে দেখেই বললেন: প্রথমে গিয়ে গাউছে رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে দেখা রো, কারণ তিনি আল্লাহর প্রিয় তিনি তোমা জন্য ১৭ বার দোয়া করেছিলেন, এরপরই তোমা ভাগ্য পরিবর্ত হলো, গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দোয়ার বরকতে আল্লাহ পাক তোমা সাথে সংঘটিত ঘটনাকে জাগ্রত অবস্থার পরিবর্তে স্বপ্নে রুপান্তর করে দিয়েছেন (বাহজাতুল আসরার ৬৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কারামত সত্য

          হে আশিকানে রাসূল! আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর মর্যাদা অত্যন্ত উঁচু, এই নেক বান্দারা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় এবং ভালবাসার পাত্র, আল্লাহ পাক তাঁদেরকে মহান মহান পুরস্কার দ্বারা ধন্য করেছেন, তন্মধ্যে একটি পুরস্কার হচ্ছে কারামত, কারামত নিঃসন্দেহে সত্য, নবুওয়তের সময় থেকে আজ পর্যন্ত এই বিষয় নিয়ে কখনো হক পন্থিদের এ ব্যাপারে কোন