Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

বলেন: দেখুন! লোহা (Iron) পোড়ায় না, এটি সম্পূর্ণ ঠান্ডা থাকে এবং এর রঙ কালো কিন্তু যদি কয়েক মিনিটের জন্য লোহা আগুনের চুল্লিতে রাখা হয়, তাহলে আগুন সেই লোহাকে তার গরম এবং রঙ প্রদান করে দেয়  লোহা তখন আগুনের মতো লাল গরম হয়ে যায়, এখন যদিও লোহা আগের মতোই আছে, কিন্তু এর কার্যক্রম পরিবর্ত হয়েছে, আগে এটি ঠান্ডা ছিল এবং পোড়াতে পারতো না; এখন তার মধ্যও তাপমাত্রা চলে এসেছে, এটিও পোড়াতে পারে আরও ভাবুন! এখন লোহা সেই কাজই করছে যা আগুন করে কিন্তু কোনো বুদ্ধিমান ব্যক্তি বলবে না যে, লোহা আগুনে পরিণত হয়েছে অথবা আগুন লোহায় পরিণত হয়েছে, এটি কেবল বুঝার একটি উদাহরণ এর মাধ্যমে আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর মর্যাদা অনুধাবন করুন যে, ওলীউল্লাহ যখন আল্লাহর পূর্ণ আনুগত্য করেন এবং নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টিতে বিলীন করে দেন, তখন তাদের মধ্যে আল্লাহর বিশেষ শক্তি এবং গুণাবলী প্রদর্শিত হয়, দিন-রাত আল্লাহর ভালোবাসায় কাটানোর পর, আল্লাহ তার সেই প্রিয় বান্দাদেরকে নিজের ক্ষমতা শক্তির এমন একটি জলওয়া উপহার দেন যে, তাঁদের ক্ষমতা দেখে আল্লাহর ক্ষমতার স্মরণ আসে, তবে এই অবস্থায়ও বান্দা বান্দা এবং আল্লাহ আল্লাহই থাকেন (আযমী কি তাকরীরি, নূরানী তাকরীরি, ১৪৪ - ১৪৫)

 

আল্লাহ পাকের দানে কোনো বাধা নেই

          হরত আল্লামা আব্দুল মুস্তাফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: (এখান থেকে আরও একটি বিষয় বোঝা যায়!) যখন আগুনের এই ক্ষমতা আছে যে, সে কয়েক মিনিটের মধ্যে লোহাকে তার গরম এবং রঙ প্রদান করতে পারে, তাহলে বিশ্বজগতের প্রতিপালক কি তার প্রিয় বান্দাদেরকে তার ক্ষমতার বহিঃপ্রকাশ করতে পারেন না? অবশ্যই পারেন।

(আযমী কি তাকরীরি, নূরানী তাকরীরি,  ১৪৫)

          আল্লাহ পাক অশেষ ক্ষমতার অধিকারী, তিনি অসীম, তাঁর দানে কোনো সীমা নেই, তিনি নিজেই বলেন:

وَ مَا  کَانَ عَطَـآءُ  رَبِّکَ  مَحْظُوْرًا (۲۰)

(পারা: ১৫, নী ইসরাঈ: ২০)                                কানযুল ঈমানেরঅনুবাদ: এবং আপনার প্রতিপালকের দানের উপর বাধা-বিপত্তি নেই

 

          জানা গেলো! আল্লাহর দানে কোনো বাধা নেই; আল্লাহ যাকে যত চান ততই প্রদান করেন এবং যা চান তা প্রদান করেন যদি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে অসীম শক্তি কারামত প্রদান করেন, তাহলে কারো কি সাহস আছে আল্লাহর প্রতি কোনো আপত্তি করার?

          এজন্য, কারামতের অস্বীকৃতি জানানো মূলত কারামতের অস্বীকৃতি নয়, বরং আল্লাহর দান তাঁর ক্ষমতার অস্বীকৃতি অর্থাৎ যে ব্যক্তি লীর কারামত বিশ্বাস করে না, সে আসলে এই ধারণা রাখে যে, আল্লাহ তার বান্দাদেরকে কিছুই দান করতে পারেন না আল্লাহর আশ্রয় নিরাপত্তা! আল্লাহ পাক আমাদের এই ধরনের বেআদবী খারাপ ধারণা থেকে রক্ষা করুন নিশ্চয়ই, কারামত সত্য এবং আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ  থেকে বহু কারামতের প্রকাশ হয়ে থাকে