Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

বেলায়তের মুকুট সজ্জিত করে পৃথিবীতে পাঠান এজন্য, তাঁদের শিশুকালেও কারামত প্রকাশ হয়ে থাকে

 

খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا এর একটি কারামত

          * এভাবে অদৃশ্য থেকে পাওয়া খাবার, এটি একটি কারামত এবং এটি এমন একটি কারামত যা সরাসরি আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী হায়াতেও প্রকাশিত হয়েছিল, জ্বি হ্যাঁ! সায়্যিদা ফাতেমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا এর জন্য অদৃশ্য থেকে খাবার আসার ঘটনা শুনুন!

বরকত সম্পন্ন পাত্র

          দুর্ভিক্ষের সময় নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ক্ষুধা অনুভব করলেন, তখন নবীর কন্যা সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا একটি পাত্রে এক টুকরো মাংস এবং দুইটি রুটি ইসার করে প্রিয় নবীর দরবারে পাঠালেন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই উপহার নিয়ে হযরত ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর কাছে তাশরীফ আনলেন এবং ইরশাদ করলেন: "হে আমার কন্যা! দিকে সো" সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا যখন সেই পাত্র খুললেন, তখন তিনি এটা দেখে বিস্মিত হলেন যে, পাত্রটি রুটি এবং মাংসে পূর্ণ ছিল নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রশ্ন করলেন: اَ نّٰی لَکِ ھٰذَا؟ এগুলি তোমার জন্য কোথা থেকে এসেছে?" বিবি ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا বললেন:

ھُوَ مِنْ عِنْدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ (۳۷)                       কানযুল ঈমান থেকে অনুবাদ : সেটা আল্লাহর নিকট থেকে, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন

 

          এরপর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রত আলী, হাসান এবং হোসাই এবং অন্যান্য আহলে  বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ কে একত্রিত করে সবার সঙ্গে খাবার আহার করলেন (তাফসীরে রূহুল বয়ান, পারা , আলে ইমরান, আয়াত ৩৭, /৩১)

 

শুকনো বৃক্ষে তৎক্ষণাত ফল ধরে গেলো

          প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সম্মানিতা মাতা, হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর আরেকটি কারামত কুরআনে করীমে উল্লেখ করা হয়েছে কুরআনের ১৬তম পারা, সূরা মরিয়মে উল্লেখ করা হয়েছে যে, যখন হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর জন্মের সময় ঘনিয়ে আসছিল, হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا একা ছিলেন এবং তাঁর খাবারের প্রয়োজন ছিল তাঁর কাছে একটি শুকনো খেজুরের বৃক্ষ ছিল, যার পাতাও ছিল না, শুধুমাত্র বৃক্ষই অবশিষ্ট ছিল হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কে আদেশ করা  হয়েছিল: