Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

وَ ھُزِّیْۤ  اِلَیْکِ بِجِذْعِ النَّخْلَۃِ  تُسٰقِطْ عَلَیْکِ  رُطَبًا جَنِیًّا (۲۵)                        কানযুল ঈমান থেকে অনুবাদ: আর খেজুর বৃক্ষের গোড়া ধরে নিজের দিকে নাড়া দাও, তখন তোমার উপর তাজা-পাকা খেজুরসমূহ ঝরে পড়বে

 

          সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: সেই গাছটি সম্পূর্ণ শুকনো ছিল, যখন হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا সেটি নাড়া দিলেন, তখন তিনি গাছের উপরে শাখা প্রশাখা বের হতে দেখলেন, এরপর সেগুলিতে ফুল ফুটলো, ফুল থেকে কাঁচা খেজুর তৈরি হলো, সেগুলিতে রং ধরলো, শুকনো খেজুরে পরিণত হলো এবং শেষে পেকে তাজা রসপূর্ণ খেজুরে পরিণতে হয়ে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর সামনে পড়তে লাগলো, কোনো খেজুরই ফাটতো না, এই সবকিছু এক পলকেই ঘটে গেল (তাফসীরে কুরতুবী, পারা ১৬, সূরা মরিয়ম, আয়াত ২৫, অংশ ১১, /১৭)

                                                سُبْحٰنَ الله! জানা গেল; আউলিয়া কিরামের হাতের স্পর্শের বরকতে শুকনো গাছ সবুজ হয়ে ওঠে, বাগানে পরিণত হয়, ফল ফুল আসে এবং তাঁদের হাতের বরকতে দুর্ভিক্ষের অবসান ঘটে এটি একটি কারামত এবং এর উল্লেখ কোথায় হয়েছে? কুরআনে কারীমে

 

দূরত্ব সংকোচিত হয়ে যাওয়াও কারামত

          হে আশিকানে রাসূল! আউলিয়া কিরামের ঐ কারামত, যার উল্লেখ কুরআনে এসেছে, তার মধ্যে একটি কারামত হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর সাহাবী হযরত আসিফ বিন বরখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এরও আছে কুরআনের ১৯তম পারা, সূরা নামল র মধ্যে এই ঘটনার উল্লেখ আছে যার সার সংক্ষেপ কিছুটা এমন যে, মালিকা বিলকিস, যিনি পূর্বে অমুসলিম ছিলেন এবং সূর্যের পূজা করতো, ইয়েমেনের রাণী ছিলো, হযরত সুলাইমান
عَلَیْہِ السَّلَام যখন এই বিষয়ে জানতে পারলেন, তখন তিনি মালিকা বিলকিসকে একটি চিঠি পাঠালেন এবং ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন, এরপর মালিকা বিলকিস ইসলাম গ্রহণের নিয়্যতে হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام এর দিকে রওনা হলেন, মালিকা বিলকিসের একটি সিংহাসন ছিল, যা তিনি সাতটি প্রাসাদের মধ্যে সবচেয়ে পিছনের প্রাসাদে রেখেছিলেন এবং সাতটি দরজায় তালা লাগিয়ে দিয়েছিলেন মালিকা বিলকিসের বাহিনী হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام থেকে প্রায় মাইল দূরে ছিল এই সময়, হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام তাঁর দরবারিদের মধ্যে প্রশ্ন করলেন: "কে আছে যে মালিকা বিলকিসের সিংহাসন এখানে এনে দিতে পারবে?" একটি জ্বি বললো: "আমি দরবারের সময় শেষ হওয়ার আগেই এটি হাজির করে দেব" হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام বললেন: "আমি আরও দ্রুত চাচ্ছি" তখন হযরত আসিফ বিন বরখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন:

اَنَا اٰتِیْکَ بِہٖ قَبْلَ  اَنْ یَّرْتَدَّ اِلَیْکَ طَرْفُکَ

(পারা ১৯, সূরা নামল, আয়াত ৪০)                কানযুল ঈমান থেকে অনুবাদ: আমি সেটা হুযুরের সম্মুখে হাযির করবো চোখের একটা পলক মারার পূর্বেই