Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

কুরআনুল কারীমে কারামতের আলোচনা

          হে আশিকানে রাসূল! আল্লাহর পবিত্র কিতাব কুরআনুল কারীমেও বহু কারামতের কথা উল্লেখ করা হয়েছে, উদাহরণস্বরূপ, আসহাবে কাহা যারা রত ঈসা عَلَیْہِ السَّلَام এর উম্মত এবং উঁচু মর্যাদার ওলী ছিলেন, তাদের সম্পর্কে কুরআনুল কারীমে একটি সম্পূর্ণ সূরা রয়েছে, সেখানে বর্ণনা করা হয়েছে যে, এই উচ্চ মর্যাদা সম্পন্ন মনীষীরা  ৩০০ বছর পর্যন্ত ঘুমিয়ে ছিলেন, এই সময়ে তাঁদের দেহের কোনো ক্ষতি হয়নি এবং তারা কোনো প্রকার কষ্টও অনুভব করেননি অতঃপর ৩০০ বছর পর, তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় জেগে উঠলেন, তাদের সাথে একটি কুকুরও ছিল, যা গুহার দরজায় ছিল এবং ৩০০ বছর ধরে তাঁদে সাথে ঘুমিয়েছিল, তার কোনো কষ্ট হয়নি ইমাম ফখরুদ্দীন রাযি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এত দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা, তাঁদের দেহে কোনো পরিবর্তন না হওয়া, এবং পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় জেগে ওঠা আসহাবে কাহাফের কারামত

(তাফসীরে কবীর, পারা ১৫, সূরা কাহাফ, আয়াত ১৬ -১৭, /৪৪৩ -৪৪৪)

 

অমৌসুমী ফল পাওয়াও কারামত

          এভাবে কুরআনুল কারীমে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সম্মানিতা মাতা হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এরও কারামতের কথা উল্লেখ রয়েছে, যখন তিনি দুধপান করার বয়সে ছিলেন, তাঁর চাচা হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام তাঁর দেখাশোনা করতেন মসজিদে আকসার মধ্যে একটি কক্ষ ছিল, যেখানে হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কে রেখেছিলেন কক্ষটির চাবি হযরত যাকারিয়া (عَلَیْہِ السَّلَام) এর কাছে ছিল এবং তিনি ব্যতীত কেউ সেখানে প্রবেশ করতো না বা বের হত না এর পরও, যখন হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام কক্ষে প্রবেশ করতেন, তিনি সেখানে অমৌসুমী ফল দেখতেন (হাশিয়াতুস সাভী আলা তাফসীরে জালালাইনপারা ৩, সূরা আলে ইমরান, আয়াত ৩৭, অংশ ১, /২৩১)  যে ফলগুলি সে সময় বাজারে পাওয়া যেতো না, সেই ফলগুলি হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا -এর কক্ষে  উপস্থিত থাকতো হযরত যাকারিয়া عَلَیْہِ السَّلَام হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কে জিজ্ঞেস করলেন: "হে মরিয়ম! এই ফলগুলি তোমার কাছে কোথা থেকে আসে?" হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا যেভাবে ঈমান উজ্জীবিত উত্তর দিলেন, তা হৃদয়ের কান দিয়ে শুনুন! তিনি বললেন:

ھُوَ مِنْ عِنْدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ (۳۷)

(পারা ৩, সূরা আলে ইমরান, আয়াত ৩৭)          কানযুল ঈমান থেকে অনুবাদ : সেটা আল্লাহর নিকট থেকে, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন

 

                                                سُبْحٰنَ الله! কেমন অনন্য ও ঈমান উদ্দীপক উত্তর! এখানে দেখুন কতগুলো কারামতের কথা উল্লেখ করা হয়েছে * ছোট বয়সে হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর কথা বলা একটি কারামত* এই বয়সে যখন শিশুরা সঠিকভাবে কথা বলতে পারে না, তখন হযরত মরিয়ম رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর আল্লাহ পাককে চিনতে পারা, তাঁর গুণাবলী জানা যে, তিনি রিযিকদাতা, সৃষ্টিকর্তা,