Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

মহান ক্ষমতার অধিকারী এবং তাঁর মাখলুককে অদৃশ্য থেকে অমৌসুমী ফল দান করতে পারেন, এই সব কিছু জেনে নেয়া এটি দ্বিতীয় কারামত* এবং তার সম্মান মর্যাদায় অদৃশ্য থেকে অমৌসুমী ফল আসা, এটি তৃতীয় কারামত

(তাফসীরে নঈমী, পারা , আলে ইমরান, আয়াত ৩৭, /৩৯৯)  

          প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল:* ওলীউল্লাদের ছোটবেলায় কথা না বলার বয়সে কথা বলাও একটি কারামত এবং কুরআনে এর আলোচনা করা হয়েছে। * ওলীউল্লাদের ছোটবেলায় আল্লাহর পরিচয় এমন জ্ঞান লাভ করা যা বড়রাও অনেক কষ্টে জানতে পারে, এটিও একটি কারামত এবং কুরআনে এর আলোচনা রয়েছে *এবং গায়ে থেকে রিযি পাওয়া, এটিও একটি কারামত এবং কুরআনে এর আলোচনা রয়েছে

 

গাউছে পাকের শিশুকালের কারামত

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه এই প্রকারের কারামত এই উম্মতের আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর দ্বারাও প্রকাশিত হয়েছে এমন তো আউলিয়ায়ে কিরাম আছেন যারা শিশু বয়সেই এমন প্রজ্ঞাময় কথা বলতেন যাতে বিবেক বিস্মিত হয়ে যেত, এত পূর্বে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের প্রিয় গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিশুকালেরও বহু কারামত রয়েছে:  

          * তিনি তখনও জন্মগ্রহণ করেননি, তাঁর মায়ের হাঁচি আসলে তিনি اَلْحَمْدُ لِلّٰه বলতেন, তখন পেট থেকে আওয়াজ আসত: یَرْحَمُکَ الله

(মু্ন্নে কি লাশ, )

          سُبْحٰنَ الله! এটি একটি কারামত...!! অনুমান করুন! আজ এমন মানুষ আছে যারা হাঁচির উত্তর দিতে জানেন? বরং এমন তজন রয়েছেন যারা জানেন যে, হাঁচির উত্তর দেওয়ারও কোন নিয়ম আছে! তারপর গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আরবী ব্যাকরণে দক্ষতা দেখুন! যখন পুরুষ হাঁচি দেয়, তখন তার উত্তরে বলা হয় یَرْحَمُکَ الله এবং যখন নারী হাঁচি দেয়, তখন তার উত্তরে বলা হয় یَرْحَمُکِ الله سُبْحٰنَ الله! গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মায়ের গর্ভেই কেমন দক্ষতা লাভ করেছিলেন, কথাও বলতেন এবং আরবী ব্যাকরণ অনুযায়ী কথা বলতেন

          গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন বছর বয়সে পদার্পণ করেন, তখন প্রথমবার بِسْمِ اللهِ শরীফ পড়ার রীতির জন্য কোনো বুযুর্গের কাছে বসেছিলেন, তখন তিনি اَعُوْذُ بِاللهِ এবং بِسْمِ اللهِ পড়ার পর সূরা ফাতিহা থেকে পড়া শুরু করেন এবং ১৮ পারা পাঠ করে শুনিয়ে দেন সেই বুযুর্গ বললেন: "ৎস, আরো পড়ো!" গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উত্তর দিলেন: "আমার এতটুকুই মুখস্ত আছে কারণ আমার মায়েরও এতটুকু মুখস্ত ছিল, যখন আমি তাঁর গর্ভে ছিলাম, তখন তিনি এটা পড়তেন, আমি শুনে মুখস্ত করে  নিয়েছিলাম" (মুন্নে কি লাশ, )

                                                سُبْحٰنَ الله! এটি হল আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর মর্যাদা...!! জানা গেল, অনেক ওলী এমন রয়েছেন যারা  জন্ম থেকেই ওলী হয়ে জন্মগ্রহণ করে, আল্লাহ পাক তাঁদের মাথায়