Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

وَ لَقَدْ نَصَرَکُمُ اللّٰہُ بِبَدْرٍ

(পারা ৪, আলে ইমরান, আয়াত ১২৩)              কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং নিশ্চয় আল্লাহ বদরের যু্দ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন

 

          সাহায্য করতে এসেছে কে? ফেরেশতা! আল্লাহ্ কী বলেন? আল্লাহ্ সাহায্য করেছেন জানা গেল; আল্লাহ্ পাকের নিকটবর্তী বান্দাগণ, আল্লাহ্ পাকের দান শক্তি দ্বারা সাহায্য করেন, তবে এই সাহায্য গায়রুল্লাহর সাহায্য নয়, বরং এটি আল্লাহ্ পাকেরই সাহায্য, যা তিনি তাঁর বান্দাদের মাধ্যমে করান

 

বান্দার কাছে সাহায্য চাওয়ার প্রতি উৎসাহ প্রদান

          হাদীসে পাকে বান্দাদের সাহায্য চাওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে নবী রী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তিনটি বাণী শুনুন:

          () আমার দয়ালু উম্মতের কাছে প্রয়োজন প্রার্থনা করো, রিযি পাবে (জামে সগীর, ৭২ পৃষ্ঠা, হাদীস: ১১০৬)

          () ভাল চেহারার মানুষদের কাছ থেকে কল্যাণ নিজের চাহিদা প্রার্থনা করো (মুজামে কবীর, /২৭১ পৃষ্ঠা, হাদীস: ১০৯৪৭)

          () যখন তোমাদের মধ্যে কেউ কিছু হারিয়ে ফেলে বা পথ ভুলে যায় এবং সাহায্য চায় আর এমন স্থানে থাকে যেখানে কোন বন্ধু বা সাহায্যকারী নেই, তখন তা উচিত এভাবে ডাকা:

یَاعِبَادَاللهِ اَغِیْثُوْنِیْ، یَاعِبَادَاللهِ اَغِیْثُوْنِی

          অর্থাৎ: "হে আল্লাহর বান্দারা! আমাকে সাহায্য করো, হে আল্লাহর বান্দারা! আমাকে সাহায্য করো" কারণ আল্লাহর কিছু বান্দা আছেন, যাদেরকে সে দেখতে পায় না (মুজামে কবীর, ৭/৪৮ পৃষ্ঠা, হাদীস: ১৩৭৩৭)

 

          মুহাদ্দিসে আযম, হী মুসলিমের ব্যাখ্যাকারী, আল্লামা ববী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার নিজের এই হাদীসের অভিজ্ঞতা রয়েছে একবার আমরা কিছু লোক সফরে ছিলাম, আমাদের পশু আমাদের কাছ থেকে ছুটে পালিয়ে গেল আমরা সেটি ধরার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু সফল হইনি তখন আমি এভাবে ডাকলাম: "হে আল্লাহর বান্দারা! আমাকে সাহায্য করো!" ব্যস এতোটুকু বললাম, পশুটি থেমে গেল এবং আমরা সেটিকে ধরতে সক্ষম হলাম আর সামনে সফর চলা শুরু করলাম

(আযকার লিল নববী, ৪১৫)

          প্রিয় ইসলামী ভাইয়েরা! যখন কোন বিপদ, চিন্তা বা সমস্যা আসে, তখন হুযু গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে ডাকতে এবং তাঁর কাছে সাহায্য চাইতে কোনও বাধা নেই শতাব্দী ধরে, বড় বড় আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এবং আলেমগণ رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  এবং অন্যান্য পবিত্র ব্যক্তিদের আল্লাহর সাহায্যের প্রকাশস্থল মনে করে তাঁদেরকে ডাকেন এবং সাহায্য চান  

          اَلْحَمْدُ لِلّٰه বহুবার এর অভিজ্ঞতা হয়েছে যে, আল্লাহর ওলীদের কাছে সাহায্য চাইলে তারা সত্যিই সাহায্য করেন