Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

          اَلْحَمْدُ لِلّٰه আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর কারামত শোনা এবং শোনানো দ্বারা আমাদের হৃদয়ে তাঁদের ভালোবাসা বৃদ্ধি পায় আর এই পবিত্র ঈমানী ভালোবাসার বরকতে কবর, হাশর কিয়ামতের দিন নিরাপত্তা পাওয়া যায় এবং অন্তরে ঈমান মযবুত হয় তাই আমাদের উচিত, আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর প্রতি গভীর ভালোবাসা রাখা, তাদের জীবনী অধ্যয়ন করা এবং তাঁদের কারামত ঈমানী উদ্দীপক ঘটনাগুলি পড়ে শুনে ঈমানকে সতেজ রাখা

 

আউলিয়া কিরামের কাছ থেকে সাহায্য চাওয়া কেমন?

          প্রিয় ইসলামী ভাইয়েরা! যেভাবে আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ কে কারামত দ্বারা ধন্য করেছেন, তেমনি ভাবে তাঁদেরকে সৃষ্টির  সাহায্যকারীও বানানো য়েছে এটি আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর একটি কারামত যে, আল্লাহ পাকে এই প্রিয় বান্দারা সাহায্যের জন্য আহ্বানকারীদের আওয়াজ শুনেন এবং তাঁদের সাহায্য করতে পৌঁছান কিছু মানুষ এই বিষয়ে শয়তানের কুমন্ত্রণার শিকার হয়, যেমন তারা বলে, যখন আল্লাহ পাক সাহায্য করতে সক্ষম, তাহলে গাউছে পাক বা অন্য কোনো বুযুর্গের সাহায্য কেন চাইবো? উত্তরে আরয হলো, এটি শয়তানের একটি মারাত্মক ষড়যন্ত্র এবং জানি না শয়তান এভাবে কতো মানুষকে পথভ্রষ্ট করেছে অথচ আল্লাহ পাক কখনো অন্য কারো সাহায্য চাওয়ার ব্যাপারে নিষেধ করেননি, বরং কুরআনে করীমে বহু স্থানে আল্লাহ পাক অন্যদের সাহায্য চাওয়ার অনুমতি দিয়েছেন এছাড়াও, গাউছে পাক বা অন্য কোনো বুযুর্গের সাহায্য মূলত গায়রুল্লাহর সাহায্যই নয়, মূলত এটা আল্লাহ পাকেরই সাহায্য, গাউছে পাক যে সাহায্য করেন তা তার নিজের ক্ষমতাবলে করেন না, বরং আল্লাহর দান সাহায্য থেকে সাহায্য করেন দেখুন, বদরের যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্যের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ পাক বলেন:

اِذْ یُوْحِیْ رَبُّکَ اِلَی الْمَلٰٓئِکَۃِ اَنِّیْ مَعَکُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْا

(পারা ৯, সূরা আনফাল, আয়াত ১২)        কানযুল ঈমান থেকে অনুবাদ: যখন হে মাহবুব! আপনার প্রতিপালক ফেরেশতাদের নিকট ওহী প্রেরণ করতেন আমি তোমাদের সাথে আছি তোমরা মুসলমানদের অবিচলিত রাখো

 

          এখানে দেখুন! ফেরেশতাগণও গায়রুল্লাহ তথা আল্লাহর এক সৃষ্টি আল্লাহ নিজে ফেরেশতাদের বলেন: "হে ফেরেশতাগণ! মুমিনদের অবিচলিত রাখো! আমি তোমাদের সাথে আছি"

          ভেবে দেখুন! আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছেন, আল্লাহ চাইলে ফেরেশতাদের ছাড়াই সাহায্য করতে পারতেন, আল্লাহ চাইলে কাফেররা তাদের ঘরে পড়ে থাকতো, বদরের ময়দানে আসতে পারতো না কিন্তু আল্লাহ ফেরেশতাদের পাঠালেন, কেন? কারণ তিনি আল্লাহ, তিনি রব, তিনি ক্ষমতার অধিকারী তিনি যা চান করেন, কেউ তাঁ কাছ থেকে জবাবদিহীতা চাইতে পারে না

          এরপর চিন্তা করুন! বদরের যুদ্ধের সময় সাহায্য করতে কে লো? ফেরেশতারা এসেছিল, কিন্তু আল্লাহ বলেন: