Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

          আল্লাহ পাক আমাদের সবাইকে আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ  এর প্রতি ভালবাসা রাখার, তাঁদের সঙ্গে গভীর সম্পর্ক রাখার, তাঁদের মর্যাদা শ্রেষ্ঠত্বে বিশ্বাস রাখার, তাঁদের সম্মান করার, বেয়াদবী থেকে বাঁচার এবং তাঁদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

১২ দ্বীনি কাজের একটি দ্বীনি কাজ হলো:

ফজরের জন্য জাগানো

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ফয়যানে গাউছে পাক, ফয়যানে খাজা ও রযা বরং ফয়যানে আউলিয়া আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর পবিত্র শিক্ষাগুলি শিখতে, তাঁদের জীবনী থেকে আলো নিয়ে নিজের জীবনকে উজ্জ্বল করতে, এবং প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুহাব্বাত সুন্নাতের প্রতি আমলের স্পৃহা বৃদ্ধি করতে আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সঙ্গে সম্পৃক্ত হো! ১২টি দ্বীনি কাজের মধ্যে ভালোভাবে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله, দুনিয়া আখেরাতে অসংখ্য কল্যাণ নসীব হবে ১২টি দ্বীনি  কাজের মধ্যে একটি কাজ হলো: ফজরের জন্য জাগানো ফজরের নামাযের জন্য জাগানো প্রিয় নবীর সুন্নাত, * আল্লাহর শেষ নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফজরের জন্য যাওয়ার সময় ঘুমিয়ে থাকা মানুষদের জাগিয়ে দিতেন (আবু দাউদ, ২০৪ পৃষ্ঠা, হাদীস: ১২৬৪) * মুসলমানদের দ্বিতীয় খলিফা রত উমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ এরও একই  ধরণ ছিল (মিশকাতুল মাসাবীহ, /২৪৪, হাদীস:১২৪০) * এবং মুসলমানদের চতুর্থ খলিফা রত আলী رَضِیَ اللهُ عَنْہُ এই প্রিয় সুন্নতের অনুসারী ছিলেন (তারিখুল খোলাফা, ১১২) * আপনারাও এই সুন্নাত অবলম্বন করুন! ফজরের নামাযের জন্য অন্যদের জাগান! اِنْ شَآءَ الله এতে অনেক বরকত নসীব হবে * যখন অন্যদের জাগাবেন, তখন আপনারও ফজরের জামাতে নামায পড়ার সৌভাগ্য লাভ হবে * সকালে নেকীর দাওয়াত দেওয়ার সাওয়াব পাবেন * আপনার জাগানোর ফলে যতো লোক নামা পড়বে, তাদের সকলের নামাযে সাওয়াব তারাও পাবে এবং اِنْ شَآءَ الله আপনার আমলনামায়ও লেখা হবে * যদি আপনি গলিতে ঘুরে জাগাতে না পারেন, তবে মোবাইলের মাধ্যমে কল দিয়ে তাদের জাগানোর ব্যবস্থা করুন * সকালে হাঁটার সুযোগ পাবেন, ফলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে * একটি গুরুত্বপূর্ণ উপকারিতা লো, মসজিদের সৌন্দর্ বৃদ্ধি পাবে এক ইসলামী ভাই বলছেন: আমরা শীতকালে ফজরের জন্য জাগানো শুরু করলাম ফলে এতো নামাযী বেড়ে গেলো যে, মসজিদের আঙ্গিনায় শামিয়ানা লাগাতে হয়েছে سُبْحٰنَ الله!

 

মাযারে উপস্থিত হওয়ার আদব সমূহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! মাকতাবাতুল মদীনার রিসালা মাযারাতে আউলিয়ার ঘটনা থেকে মাযারে উপস্থিত হওয়ার পদ্ধতি এর মাদানী ফুল শুনুন