Karamat e Auliya Ke Saboot

Book Name:Karamat e Auliya Ke Saboot

          উৎসর্গ হোন! রাসূলের সাহাবী রত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ এর ডাক শুনে একটি হরিণ এবং একটি পাখি সম্মানের সাথে নত মস্তক হয়ে উপস্থিত হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ব্যক্তি খুবই বিস্মিত হলো এবং অবাক হয়ে তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে লো سُبْحٰنَ الله! রত সালমান ফারসি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তুমি কি অবাক হচ্ছো? তুমি কি এমন কোনো মানুষ দেখেছো যে তার রবের আনুগত্য করে এবং তারপরও এই সব বস্তু (যেগুলি মানুষের সেবা করার জন্য সৃষ্টি হয়েছে) তার আনুগত্য না করে? (জামে কারামাতে আউলিয়া, /১১৬)

          আল্লাহ! আল্লাহ! জানা গেল; কারামত আল্লাহ পাকে এক বিশেষ অনুগ্রহ যা আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দাদেরকে দান করেন

 

হাদীসে কুদসী দ্বারা কারামতের প্রমাণ

          বুখারী শরীফে একটি হাদীসে কুদসী রয়েছে, হাদীসে কুদসী বলতে বোঝানো হয় সেই হাদীস যা আল্লাহ পাকের বাণী, কিন্তু তা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুখ দিয়ে প্রকাশিত হয় অন্য কথায়, সাধারণ হাদীস গুলিতে নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী থাকে এবং সাহাবীরা (শুনে পরবর্তীতে বর্ণনাকারী) , কিন্তু হাদীসে কুদসীতে আল্লাহ পাকের বাণী থাকে এবং নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বর্ণনাকারী হয়ে থাকেন, আসুন! বুখারী শরীফের হাদীসে কুদসী শুনি

          হরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করে: আল্লাহ পাক বলেছেন: যে আমার কোনো ওলীর সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রলাম বান্দা যে সকল উপায়ে আমার নৈট্য লাভ করে, তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় উপায় হলো ফর কাজ (যেমন: নামা, রোযা, জ্ব, যাকাত ইত্যাদি) আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈট্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি এরপর যখন আমি তাকে ভালোবাসি, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে; আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে; আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে রে; আমি তার পা হয়ে যাই, যার মাধ্যমে সে চলে যদি সে আমার কাছে কিছু চায়, আমি তাকে দিই; যদি সে আমার আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দিই(বুখারী, ‍কিতাবুর রিকাক, ১৫৯৭ পৃষ্ঠা, হাদীস: ৬৫০২)

          আলহাজ্ব মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসের ব্যাখ্যায় বলেন: (এর দ্বারা উদ্দেশ্য  হলো, যখন বান্দা আল্লাহর নৈট্য লাভ লাভ করতে করতে আল্লাহর প্রিয় হয়ে যা, তখন সেই) বান্দা আল্লাহর ভালবাসায় হারিয়ে যায়। যা দ্বারা এলাহী (অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিশেষ) ক্ষমতা তার অঙ্গে কাজ করে এবং সে এমন কিছু করতে সক্ষম হয় যা বিবেক বহির্ভূত হয়। (মিরআতুল মানাজীহ, /৩০৯)

 

হাদীসে পাকের উদাহরণের একটি ব্যাখ্যা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কিরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ দের পবিত্র অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর বিশেষ ক্ষমতা কিভাবে স্থাপন করা হয় এবং সেই শক্তি কিভাবে কাজ করে, এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে গিয়ে রত আল্লামা আব্দুল মুস্তাফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ