Qaroon Ko Naseehat

Book Name:Qaroon Ko Naseehat

দরুদ শরীফের ফযিলত

          প্রিয় নবী, রাসূলে আরবী, হুযুর পুরনূর صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: حَيْثُ مَا كُنْتُمْ فَصَلُّوْا عَلَىَّ فَاِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِىْ অর্থাৎ তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে (মুজামুল কবীর, /৮২, নং: ২৭২৯)

صَلُّوا عَلَی الْحَبِیْب!                                               صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

বয়ান শোনার নিয়্যত

          প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ? ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ? আদব সহকারে বসবো ? বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
? নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ? যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কারূনের শিক্ষনীয় ঘটনা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! কারূন আল্লাহ পাকের নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام  এর চাচাত ভাই ছিলো ô সে খুবই সুদর্শন ছিলো ô আসমানী

কিতাব তাওরাত শরীফের খুব ভালো ক্বারীও ছিলো ô তাকে সম্পদও দান করা হয়েছে ô রেওয়ায়েত অনুযায়ী যখন কারূন বাহনে আরোহন করে বের হতো তখন কয়েকটি খচ্চরের উপর তার সম্পদের শুধুমাত্র চাবি বহন করা হতো এতো পরিমাণ সম্পদ পাওয়ার পর তার উচিত ছিলো আল্লাহ পাকের দরবারে অবনত মস্তক হয়ে কৃতজ্ঞতা আদায় করা কিন্তু সে দূর্ভাগা, তার ভিতরের আসল রুপ বেরিয়ে এলো, সে ধ্বংসের রাস্তা অবলম্বন করে মুনাফিক হয়ে গেলো

(হাশিয়া সাভী মাআ জালালাইন, পারা: ৩০, সূরা ক্বাসাস, আয়াতের পাদটিকা: ৭৬-৮১, /৩০০-৩০৩ পৃ:)

ওলামায়ে কেরাম বলেন: কারূন হযরত মূসা عَلَیْہِ السَّلَام  এর প্রতি বিদ্বেষ রাখতো, সুতরাং সে হতভাগা কিছুলোককে সাথে নিয়ে নিজের আলাদা একটি দল গঠন করলো, সে একটি আলীশান ঘর বানালো, তাতে স্বর্ণের দরজা লাগালো, দেয়ালের উপরও স্বর্ণের কারুকার্য করালো বনী ইসরাইলের লোকেরা সকাল-সন্ধা তার কাছে যেতো, খাবার খেতো, গল্প করতো আর কারূন হাসাহাসি করতো কারূনের এই অপকর্মের পরও হযরত মূসা عَلَیْہِ السَّلَام  তার সাথে সুন্দর আচরণ করতেন, কিন্তু সে সবসময় তাঁকে কষ্ট দিতো, তার অনিষ্টতা অহংকার দিন দিন বেড়েই