Kamyab Tajir Kay Ausaf

Book Name:Kamyab Tajir Kay Ausaf

হচ্ছে এমন কি অনেক লোক নিজের সম্পদ বিক্রির জন্য মিথ্যা শপথ করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না এমন লোকদের তাদের মনে এই কথাটা ভালভাবে বসিয়ে নেওয়া উচিৎ যে, আল্লাহ পাক যা রিযিক ভাগ্যে লিপিবদ্ধ করেছেন তাই পাবে না সত্য বলাতে আপনার রিযিকের অংশে ঘাটতি আসবে এবং না মিথ্যা বলে আপনি আপনার রিযিকের অংশ অতিরিক্ত বাড়াতে পারবেন অবশ্যই মিথ্যা বলাটা অনেক বড় বরকতহীন জীবিকার জন্য ধ্বংসের কারণ হতে পারে মিথ্যুক ব্যক্তি চাই অনেক সফলতা অর্জন করে নেয় কিন্তু শেষ পর্যন্ত মিথ্যার বোঝা তাকে বহন করতে হয়ে অবশ্য দুনিয়াতে হয়তো হবে না, কিন্তু আখিরাতে এই ক্ষতিতো অবশ্যই হবে আর নিঃসন্দেহে আখিরাতের ক্ষতির চেয়ে মানুষের জন্য আর কোন বড় মুছীবত নেই হায়! আমরা যদি আপন মুসলমান ভাইয়ের সাথে মঙ্গল কামনা ভাল ধরনের কার্যকলাপ করি এবং রিযিকের ব্যাপারে আল্লাহ পাকের স্বভাব উপর ভরসা করাটা অভ্যাসে পরিনত করি আহ্! আজকাল ব্যবসায়িক লেনদেনে জায়গা জায়গায় মিথ্যা ধোঁকা দেওয়াটা এই কারণে ব্যাপক হয়ে গেছে যে, লোকেরা প্রকৃত রিযিক দাতা আল্লাহ পাকের উপর ভরসা করাটা ছেড়ে দিয়েছে অথচ একজন সফল ব্যবসায়িকে পবিত্র স্বত্ত্বার উপর ভরসা করার মন মানষিকতা তৈরী করা উচিৎ যিনি জমীনে চলাচলকারী প্রত্যেক প্রাণীর রিযিক তাঁর বদান্যতার দায়িত্বে নিয়ে নিয়েছেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! সফল ব্যবসায়ীর গুনাবলী শুনার পাশাপাশি হযরত জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর সুন্দর আলোচনাও অব্যহত রয়েছে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আশারায়ে মুবাশ্শারার ৬ষ্ঠতম সাহাবী হযরত জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ কে আমার বাবা মা আপনার জন্য কোরবান বলার ঈমান তাজাকারী ঘটনা শুনি: যেমন-

প্রিয় নবী’র আমার বাবা-মা তোমার জন্য কোরবান” বলা:

যরত আব্দুল্লাহ বিন জুবাইর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আহযাবের যুদ্ধে (৮ই শাওয়াল, যুল কুদাতুল হারাম, ৫ম হিজরী) এর সময়ের মধ্যে আমি এবং হযরত ওমর বিন আবি সালমা رَضِیَ اللهُ عَنْہُ  মহিলাদের হিফাজতের দায়িত্বে ছিলাম। হঠাৎ আমি আমার পিতা হযরত জুবাইর