Book Name:Kamyab Tajir Kay Ausaf
সুযোগও হয়। আর ইলমে দ্বীন অর্জনের অনেক বরকত রয়েছে। হাদীসে পাকের মধ্যে ইলম অর্জন ও তা প্রসারকারীকে দানশীল বলা হয়েছে।
হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “আমি কি তোমাদেরকে সবচেয়ে বেশি দানশীল সম্পর্কে সংবাদ দেব না?” তারপর ইরশাদ করলেন: “আল্লাহ পাকই সবচেয়ে বেশি দানশীল আর আমি আদম সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল এবং আমার পরে সবচেয়ে বেশি দানশীল ঐ ব্যক্তি, যে ইলম অর্জন করলো এবং নিজ ইলমের প্রসার করলো। তাকে কিয়ামতের দিন এক উম্মতের ভিত্তিতে উঠানো হবে, আর দ্বিতীয় ঐ ব্যক্তি, যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেকে নিজে ওয়াকফ করে দেয়। এমনকি তাকে যদি শহীদও করে দেওয়া হয়।”
(আবু ইয়ালা, মসনদ আনাস ইবনে মালিক, ৩য় খন্ড, ১৬ পৃষ্ঠা, নং- ২৭৮২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহ পাক আমাদেরকে তাঁর সন্তুষ্টিময় জীবন ও তাঁর সন্তুষ্টিময় মৃত্যু দান করুন। আমাদের উপর সব সময়ের জন্য রাজি হয়ে যান এবং দুনিয়া ও আখিরাতের মধ্যে সফলকামী হয়ে যায়।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কুরআনে পাকের আদবের ব্যাপারে বিভিন্ন মাদানী ফুল
{১} পবিত্র কুরআনকে জুযদান ও গিলাফের মধ্যে জড়িয়ে রাখাই আদব। সাহাবায়ে কেরাম ও তাবেঈনগণ رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এর যুগ থেকেই মুসলমানরা এ আমলটি করছেন। (বাহারে শরীয়াত, ১৬তম অংশ, ১৩৯ পৃষ্ঠা) {২} পবিত্র কুরআন শরীফের আদবগুলোর মধ্যে এটাও রয়েছে: কুরআন শরীফের দিকে যেন পিঠ না দেওয়া হয়, পা প্রসারিত করা না হয়, পা কুরআন শরীফ থেকে উপরে তুলবেন না, নিজে উঁচু স্থানে কুরআন শরীফ নিচু স্থানে এরকমও রাখবেন না। (প্রাগুক্ত) * অমনোযোগী অবস্থায় পবিত্র কুরআন শরীফ যদি হাত থেকে ছুটে গিয়ে কিংবা তাক ইত্যাদি থেকে নিচে তাশরিফ নিয়ে যায় (অর্থাৎ পড়ে যায়), কোন গুনাহ হবে না, কাফফারাও দিতে হবে না। * বে-আদবীর নিয়্যতে কেউ