Book Name:Kamyab Tajir Kay Ausaf
কোন ভাল ও খারাপ মিশ্রণ ও ধোঁকা হবে না। এজন্য যে আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টি, নিজের দ্বীন, দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা, এমনকি মানবতা ও সম্মান চায়, তার উচিৎ যে, নিজের দ্বীনের জন্য চেষ্টা করে এবং ঐ ধোঁকা ও ভাল এবং মন্দের মিশ্রণের উপর গঠিত কোন বিষয় অবলম্বন না করে। (আল যাওয়াজির আন ইকতিরাফিল কাবায়ির, ১ম খন্ড, ৫২০ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! স্মরণ রাখবেন! জায়িয পদ্ধতিতে উপার্জন ও ব্যবসার মাধ্যমে আপন পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, সন্তান ইত্যাদির জন্য হালাল রিযিকের অর্জন ও সেটার অন্বেষণ মানুষের জন্য আবশ্যক এবং কুরআনে পাকের মধ্যে হালাল রিযিক অন্বেষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বরং আল্লাহ পাক তাঁর অনুগ্রহের ব্যাখ্যা দিয়ে সেটার অন্বেষণ অব্যাহত রাখার উৎসাহ ও হুকুমও প্রদান করেন। অতঃপর ৩০তম পারা, সূরা নাবা-র ১১নং আয়াতে ইরশাদ হচ্ছে:
وَّ جَعَلۡنَا النَّہَارَ مَعَاشًا (۱۱)
(পারা- ৩০, সূরা- নাবা, আয়াত- ১১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং দিনকে রোজগারের জন্য বানিয়েছি।
অন্য আর এক জায়গায় ইরশাদ করেন:
فَانۡتَشِرُوۡا فِی الۡاَرۡضِ وَ ابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰہِ
(পারা- ২৮, সূরা- জুমুআ, আয়াত- ১০)
কানযুল ঈমান থেকে অনুবাদ: তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো।
হযরত কা’ব বিন উজরাহ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; নবী করীম, রউফুল রহীম, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একদিন সাহাবায়ে কিরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان সাথে অবস্থান করছিলেন। এতটুকুর মধ্যে এক যুবক পাশ দিয়ে যাচ্ছিলো, সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان এক শক্তিশালী ও মজবুত শরীর বিশিষ্ট যুবককে দেখে বললেন: হায়! এর যৌবন ও শক্তি যদি