Kamyab Tajir Kay Ausaf

Book Name:Kamyab Tajir Kay Ausaf

আল্লাহর রাস্তায় খরচ হতো এতে প্রিয় নবী, রাসূলে আরবী, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: “() যদি এই ব্যক্তি তার ছোট বাচ্চাদের জন্য রিযিক অন্বেষণের জন্য বের হয়, তবে সে আল্লাহ পাকের রাস্তায় রয়েছে () আর যদি এই ব্যক্তি তার বৃদ্ধ মা-বাবার জন্য রিযিক অন্বেষণে বের হয় তবুও সে আল্লাহ পাকের রাস্তায় রয়েছে () আর যদি সে নিজে লোকদের সামনে হাত প্রসারিত করা হারাম খাওয়া থেকে বাঁচার জন্য রিযিকের অন্বেষণে বের হয়, তবুও সে আল্লাহ পাকের রাস্তায় রয়েছে
(
) অবশ্য যদি সে দেখানো বা অহংকারের জন্য বের হয়, তবে সে শয়তানের রাস্তায় রয়েছে (মুজামুল আওসাত, /১৩৬, হাদীস- ৬৮৩৫)

প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! আপন মা-বাবার খিদমত সন্তানদের লালন-পালণের জন্য দৌড়া-দৌড়ি করার কি পরিমাণ গুরুত্ব রয়েছে যে, রাসূলে করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে আল্লাহ পাকের রাস্তায় গমনকারী হিসেবে অন্তর্ভূক্ত করেছেন স্মরণ রাখবেন! সততা, ন্যায়পরায়ণতা এবং আমানদারীর সাথে হালাল হারামের প্রতি খেয়াল রেখে ব্যবসা, চাকুরী বা পরিশ্রমকারী না শুধু আল্লাহ পাকের প্রিয় বরং এদের হাশরও اِنْ شَآءَ الله নেককারদের সাথে হবে এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং কাল কিয়ামতের দিন তার চেহারা চৌদ্দ তারিখের চাঁদের মতো হবে আসুন! হালাল উপার্জন, ব্যবসা কাজ-কর্মের ফযীলত সম্বলিত হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৪টি বাণী শুনি যাতে ব্যবসার গুরুত্ব আরো স্পষ্ট হয়

 

রোজগারের ফযীলতের উপর হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৪টি বাণী

() اَلتَّاجِرُ الصَّدُوْقُ الْاَمِیْنُ مَعَ النَّبِیِّیْنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّھَدَاء অর্থাৎ সত্যিকার আমানতদার ব্যবসায়ী আম্বীয়া, সিদ্দিকীন শহীদদের সাথে হবে

(তিরমিযী, কিতাবুল বুযু, /, হাদীস- ১২১৩)

() اِنَّ اللهَ یُحِبُّ الْمُؤْمِنَ الْمُحْتَرِفَ অর্থাৎ আল্লাহ পাক কাজ-কর্মকারী মুমিনকে পছন্দ করেন (মুজামুল আওসাত, /৩২৭, হাদীস- ৮৯৩৪)