Kamyab Tajir Kay Ausaf

Book Name:Kamyab Tajir Kay Ausaf

করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সফল ব্যবসার গোপন তথ্য!

্রিয় ইসলামী ভাইয়েরা! ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ ধর্ম এবং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর হুকুম প্রতিফলিত রয়েছে এই কারণে যেমনি ভাবে ইসলাম আমাদের ইবাদতের পদ্ধতি শিখায়, তেমনি ভাবে কার্যাবলীর ব্যাপারেও পরিপূর্ণ পথ প্রদর্শণ করে যেন জীবনের কোন ক্ষেত্র অপরিপূর্ণ থেকে না যায় এবং মুসলমান কোন আমলের মধ্যে ইসলাম ব্যতীত অন্যের মুখাপেক্ষী না থাকে সম্পদ উপার্জনের কিছু মাধ্যম জায়িয আর কিছু মাধ্যম নাজায়িয হালাল রিযিক উপার্জনের জন্য জায়িয নাজায়িযের বিষয়ে জ্ঞান অর্জন করা করুরী জায়িয পদ্ধতির উপর আমল করবে আর নাজায়িয পদ্ধতি থেকে বাঁচতে চেষ্টা করবে আজকের বয়ানের মধ্যে সফল ব্যবসায়ী শিরোনামের অধিনে অনেক মাদানী ফুল বর্ণনা করা হবে সর্বপ্রথম সাহাবীয়ে রাসূল হযরত জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র জীবনের সুবাসিত সুগন্ধময় ফুলের দিক সম্পর্কে কিছু শুনা, অতঃপর ব্যবসার মধ্যে সফলতার জন্য তাঁর মহান বাণী শুনে প্রশিক্ষণের মাদানী ফুল নির্বাচন করার চেষ্টা করবো

জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর পরিচিতি:

াকতাবাতুল মদীনার কিতাব কারামাতে সাহাবা” এর ১২০ পৃষ্ঠায় শায়খুল হাদীস হযরত আল্লামা আব্দুল মুস্তফা আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত জুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ এর পরিচিতি কিছুটা এইভাবে বর্ণনা করেন; তিনি رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে আকরাম, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফী হযরত সুফিয়া رَضِیَ اللهُ عَنْہُمَا এর পুত্র। এজন্য তিনি رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফাত ভাই এবং হযরত সায়্যিদাতুনা খাদিজা رَضِیَ اللهُ عَنْہُمَا এর ভাতিজা। আর হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এর জামাতা। তিনিও আশারায়ে মুবাশ্শারা অর্থাৎ ঐ দশজন সৌভাগ্যবান সাহাবায়ে কিরামগণের رَضِیَ اللهُ عَنْہُمْ মধ্য থেকে